ভূমির উচ্চতা কীভাবে বায়ুর তাপ নিয়ন্ত্রণ করে ?

ভূমির উচ্চতা কীভাবে বায়ুর তাপ নিয়ন্ত্রণ করে ? অথবা, উচ্চস্থান শীতল হয় কেন? অথবা, নিম্নের সমভূমি অপেক্ষা ওপরের পার্বত্য অঞল শীতলতম কেন? Class 10 | Geography | 5 Marks

উত্তর: বায়ুর তাপ নিয়ন্ত্রণে ভূমির উচচতার প্রভাব

বায়ুমণ্ডলের সর্ব নিম্নস্তরে অর্থাৎ ট্রপােস্ফিয়ারের মধ্যে ভূমির উচ্চতা বৃদ্ধি পেলে বায়ুর তাপমাত্রা হ্রাস পায়। বায়ুর তাপমাত্রার এই হ্রাসকে বলা হয় তাপমাত্রার স্বাভাবিক হ্রাস হার (normal lapse rate of temperature)। তাপমাত্রা হ্রাসের এই হার হল প্রতি 1000 মিটারে প্রায় 6.4°সে। এজন্য একই অক্ষাংশে অবস্থিত হলেও সমতল স্থানের তুলনায় উঁচু স্থানের তাপমাত্রা কম হয়। উদাহরণ-উগান্ডার রাজধানী।কাম্পালা (উচ্চতা 1190 মি) এবং ইকুয়েডরের রাজধানী কুইটো । (উচ্চতা 2850 মি) প্রায় একই অক্ষাংশে অবস্থিত হলেও উচ্চতা বেশি হওয়ায় কাম্পালার চেয়ে কুইটোর গড় তাপমাত্রা 8.5°সে কম। উচ্চতা বাড়ার সঙ্গে তাপমাত্রা কমে যাওয়ার কারণগুলি হল

1. ওপরে বিকিরণ কম: সূর্যতাপে বায়ুমণ্ডল সরাসরি বিশেষ উয় হয় । সূর্যতাপে প্রথমে ভূপৃষ্ঠ উম্ন হয় এবং পরে ওই উয় ভূপৃষ্ঠ থেকে তাপ বিকিরণের মাধ্যমে বায়ুমণ্ডল উম্ন হয়। এজন্য ভূপৃষ্ঠ থেকে ক্রমশ ওপরের দিকে তাপমাত্রা কমে যায়।

2. বায়ুর ঘনত্ব কম: ভূপৃষ্ঠ থেকে যত ঊর্ধ্বে ওঠা যায় তত বায়ুমণ্ডলীয় ভর কমে। বায়ুস্তর পাতলা হয়ে যাওয়ার জন্য বায়ুর তাপ ধারণ ক্ষমতা হ্রাস পায়। এর ফলে তাপমাত্রা কম হয়। 

3. বিকীর্ণ তাপ কম পৌঁছােয়: ভূপৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপের খুব কম – অংশই ওপরে পৌঁছােয়।

4. তাপশােষণ কম: ওপরের বায়ুতে ধূলিকণা ও জলীয় বাষ্প কম। থাকে বলে ওই বায়ুর তাপ শােষণ ও সংরক্ষণ ক্ষমতাও কম।

5. পাতলা বায়ুস্তর: বায়ুস্তর ক্রমশ ওপরের দিকে পাতলা হয়ে যায়। তাই ঊর্ধ্বের বায়ু তাড়াতাড়ি প্রসারিত হয় এবং তাপ বিকিরণ করে শীতল হয়। এর ফলে উচ্চস্থান শীতল হয় এবং সুউচ্চ পর্বতশিখর তুষারাবৃত থাকে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment