বারখান বালিয়াড়ির বৈশিষ্ট্যগুলি লেখাে।

বারখান বালিয়াড়ির বৈশিষ্ট্যগুলি লেখাে। Class 10 | Geography | 3 Marks

উত্তর:-

বারখান বালিয়াড়ির বৈশিষ্ট্য: বায়ুর গতিপথে আড়াআড়িভাবে গড়ে ওঠা অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়িকে বারখান বলা হয়। বারখানের কতকগুলি বৈশিষ্ট্য আছে, যেমন— 

1. আকৃতি: বারখানের বায়ুমুখী ঢাল খাড়া হয় না, উত্তল আকৃতির হয়। কিন্তু বিপরীত দিকের ঢাল খুব খাড়া এবং অবতল আকৃতির হয়।

2. শিঙের অবস্থান: বারখানের দুই পাশে দুটি শিঙের মতাে শিরা আধখানা চাদের দুই প্রান্তের মতাে বিস্তৃত হয়। 

3. উচ্চতা: বারখানের উচ্চতা সাধারণত 15 থেকে 30 মিটার পর্যন্ত হয়। 

4. বিস্তার: এক-একটি বারখান প্রায় 5 থেকে 200 মিটার পর্যন্ত স্থানজুড়ে অবস্থান করে।

5. চলমান প্রকৃতির: সমতল জায়গায় একসঙ্গে অনেকগুলি বারখান পরপর গড়ে উঠতে পারে, তবে এগুলি সাধারণত অস্থায়ী বা চলমান বালিয়াড়ি হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment