ইয়ারদাং ও বারখানের মধ্যে পার্থক্য লেখাে ?

ইয়ারদাং ও বারখানের মধ্যে পার্থক্য লেখাে ? Class 10 | Geography | 3 Marks

উত্তর:-

ইয়ারদাং ও বারখানের মধ্যে প্রভেদ: ইয়ারদাং ও বারখানের মধ্যে প্রধান প্রভেদগুলি হল— 

বিষয় ইয়ারদাং বারখান 
প্রকৃতিবায়ুর ক্ষয়জাত ভূমিরূপ হল ইয়ারদাং।বায়ুর সঞয়জাত ভূমিরূপ হল বারখান l
বায়ুর কার্যগত প্রক্রিয়াবায়ুর অবঘর্ষ প্রক্রিয়ায় ইয়ারদাং গঠিত হয়।বায়ুর অধঃক্ষেপণ বা সঞ্চয়কার্যের প্রক্রিয়াগুলি বারখান গঠনে সাহায্য করে।
অবস্থানবায়ুর গতিপথের সঙ্গে সমান্তরালভাবে অবস্থানকরে।বায়ুর গতিপথের সঙ্গে আড়াআড়িভাবে অবস্থান করে।
আকৃতিইয়ারদাং বিচিত্র আকৃতিরশৈলশিরার মতাে দেখতে হয় lবারখান আধখানা চাঁদ বা অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়ি হল বারখান l
উপাদানকঠিন শিলা দিয়ে ইয়ারদাং গঠিত হয়।বারখান গঠিত হয় বালির স্থূপ দিয়ে। 
উচ্চতাইয়ারদাঙের উচ্চতা 6-15 মিটার পর্যন্ত হয়।বারখান বালিয়াড়ির উচ্চতা 30 মিটার পর্যন্ত হয়।
স্থায়িত্বএটি মরু অঞলের একটি নির্দিষ্ট জায়গায় স্থিরভাবে অবস্থান করে lএটি বায়ুপ্রবাহের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যায় অর্থাৎ এটি অস্থায়ী বা চলনশীল হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment