গঙ্গা নদীতে বান ডাকে কেন? Class 10 | Geography (বারিমণ্ডল) | 3 Marks
উত্তর:-
গঙ্গা নদীতে বানভাকার কারণ: জোয়ারের সময় সমুদ্রের জলস্ফীত হয়ে মােহানা দিয়ে প্রবলবেগে ফুলেফেঁপে প্রায় 5-7 মিটার উঁচুহয়ে সশব্দে নদীতে প্রবেশ করে। সেই ধ্বনি বা আওয়াজকে বলা হয় বানডাকা। বর্ষাকালে গঙ্গা নদীতে প্রায়ই বানডাকার ঘটনা ঘটে। গঙ্গা নদীতে বানডাকার কারণগুলি হল— 1) গঙ্গা নদীর মােহানা ফানেল আকৃতির (অর্থাৎ, নদী মােহানা বেশ প্রশস্ত কিন্তু নদীখাত অপেক্ষাকৃত সংকীর্ণ), 2) নদীর মােহনায় অনেক চরা আছে, 3) বর্ষাকালে নদীতে প্রচুর জল থাকে এবং 4) বঙ্গােপসাগর থেকে জোয়ারের জল গঙ্গা নদীতে প্রবেশ করার সময় তা নদীর স্রোতে বাধাপ্রাপ্ত হয়।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।