অ্যাপােজি ও পেরিজি কী? Class 10 | Geography (বারিমণ্ডল) | 3 Marks
উত্তর:-
অ্যাপােজি: চাঁদ এক উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করে। এইভাবে প্রদক্ষিণের সময় পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সর্বাধিক (4 লক্ষ 7 হাজার কিমি) হয়, তাকে চাদের অ্যাপােজি বা অপসূর অবস্থান (অপভূ) বলে (এই সময় চাঁদকে একটু ছােটো ও কম উজ্জ্বল দেখায়)। এই সময় যে জোয়ার হয়, তাকে অ্যাপােজি বা অপভূ জোয়ার বলে।
বৈশিষ্ট্য: [i] এইসময় বেশি দূরত্বের জন্য পৃথিবীর ওপর চাদের মহাকর্ষ বলের প্রভাব হ্রাস পায়। এর ফলে জোয়ারের তীব্রতাও কমে যায়। [ii] স্বাভাবিক সময়ের জোয়ারের তুলনায় অ্যাপােজি জোয়ারের তীব্রতা 15 থেকে 20 শতাংশ কম হয়। [iii] অ্যাপােজি জোয়ারের সময় মরা কোটাল হলে তখন জোয়ারের জলতলের উচ্চতা সর্বাপেক্ষা কম হয়।
পেরিজি: উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণের সময় চাঁদ যখন পৃথিবীর সবচেয়ে কাছে (3 লক্ষ 56 হাজার কিমি) থাকে, চাদের সেই অবস্থানকে পেরিজি বা অনুসুর অবস্থান বলে (কাছে থাকার জন্য এই সময় চাঁদকে প্রায় 14 শতাংশ বড়াে এবং প্রায় 25 গুণ উজ্জ্বল দেখায়)। এই সময়ে সৃষ্ট জোয়ারকে পেরিজি বা অনুভূ জোয়ার বলে।
বৈশিষ্ট্য: [i] এইসময় কম দূরত্বের জন্য পৃথিবীর ওপর চাঁদের মহাকর্ষ বলের প্রভাব বৃদ্ধি পায় এবং তার ফলে জলভাগে প্রবল জোয়ারের সৃষ্টি হয়। [ii] স্বাভাবিক সময়ের জোয়ারের তুলনায় পেরিজি জোয়ারের তীব্রতা 15 থেকে 20 শতাংশ বেড়ে যায়। [iii] পেরিজি জোয়ারের সময় ভরা কোটাল হলে জোয়ারের জলতলের উচ্চতা সর্বাপেক্ষা বেশি হয়।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
পেরিজি কী
2 নম্বরে উত্তর