মৃত্তিকার ওপর বর্জ্যের প্রভাব আলােচনা করাে। Class 10 | Geography (বর্জ্য ব্যাবস্থাপনা) | 3 Marks
উত্তর:-
মৃত্তিকার ওপর বর্জ্যের প্রভাব: বর্জ্য পদার্থ মাটিদূষণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় —
1) মাটির স্বাভাবিক চরিত্র নষ্ট: ডিটারজেন্ট পাউডার, কীটনাশক ও রাসায়নিক সার মাটির সাথে মিশে তার স্বাভাবিক চরিত্রকে নষ্ট করে দেয়। মাটির উপকারী প্রাণী, জীবাণু, উদ্ভিদকে ধ্বংস করে।
2) মাটিদূষণ: কলকারখানা ও যানবাহন থেকে নির্গত দুষিত বর্জ্য (যেমন—সিসা, মলিবডেনাম প্রভৃতি) মাটিতে ভয়ানক দূষণ ঘটায়।
3) মাটির চরিত্র বদল: জৈব অবিশ্লেষ্য পদার্থ যেমন পলিথিন, প্লাস্টিক প্রভৃতি মাটিতে জমা হয়ে মাটির চরিত্র বদলে দেয়।
4) মাটিকে বিষাক্তকরণ: পরমাণু বিস্ফোরণ ও পরমাণু শক্তিকেন্দ্রের বর্জ্য মাটিকে বিষাক্ত ও বন্ধ্যা করে দেয়। মাটির তেজস্ক্রিয় দুষণ মাটিকে কয়েক হাজার বছর ধরে বিষাক্ত করে রাখে।
5) অ্যাসিড বৃষ্টি সংগঠন: কলকারখানা ও যানবাহনের ধোঁয়া থেকে নির্গত বিষাক্ত গ্যাস, বৃষ্টির জলের সঙ্গে মিশে অ্যাসিড বৃষ্টির সৃষ্টি করে, যা মাটিকে দূষিত করে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।