বিপজ্জনক বর্জ্য পদার্থ পােড়ানাের আধুনিক পদ্ধতি সম্পকে কী জান? Class 10 | Geography (বর্জ্য ব্যাবস্থাপনা) | 3 Marks
উত্তর:-
বিপজ্জনক বর্জ্য পদার্থ পােড়ানাের আধুনিক পদ্ধতি: বর্জ্য উন্মুক্ত পরিবেশে পােড়ানাে খুব ক্ষতিকর। তাই আধুনিক প্রযুক্তি প্রয়োগ করে, বিপজ্জনক বর্জ্যকে ভস্মীভূত করা হয়। যদিও এই পদ্ধতি খুব ব্যয়বহুল তবুও এটি পরিবেশ হিতকর প্রযুক্তি। সাধারণত এই পদ্ধতিতে চিকিৎসা সংক্রান্ত বর্জ্যসহ কিছু বিপজ্জনক বর্জ্য পােড়ানাে হয়। আবর্জনা পােড়ানাের সময় যে উচ্চতাপ উৎপন্ন হয়, তা বাণিজ্যিক ভিত্তিতে কাজে লাগিয়ে অনেকসময় ব্যয়ভার কিছুটা কমানাে হয়।
এই পদ্ধতিতে উচ্চচাপে এবং উচ্চতাপেও সব বর্জ্য পদার্থকে সম্পূর্ণ পোড়ানো যায় না। কিছুটা অবশিষ্ট থেকেই যায়, বিশেষত কয়েক প্রকার ধাতু, কাচ প্রভৃতি। ওইসব বর্জ্য পরে সংগ্রহ করে পুনর্ব্যবহার করা হয় বা ভরাটকরণের জন্য ব্যবহৃত হয়।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।