Class 10 Class 10 Geography সমোষ্ণরেখা কাকে বলে ও এর বৈশিষ্ট্য লেখাে।

সমোষ্ণরেখা কাকে বলে ও এর বৈশিষ্ট্য লেখাে।

বায়ুর উষ্ণতা পরিমাপ করা হয় কীভাবে? Class 10 | Geography | 3 Marks

উত্তর: সংজ্ঞা : ভূপৃষ্ঠের একই তাপমাত্রাবিশিষ্ট স্থানগুলিকে মানচিত্রে যে রেখা দ্বারা যুক্ত করা হয়, তাকে সমোষ্ণরেখা বলে। সমোষ্ণরেখা অঙ্কনের সময় প্রতিটি স্থানের তাপমাত্রাকে সমুদ্রপৃষ্ঠের উষ্ণতায় পরিবর্তিত করা হয়। এজন্য উঁচুতে অবস্থিত স্থানগুলির উষ্ণতার সঙ্গে প্রতি হাজার মিটার উচ্চতায় 6.4°সে হারে উষ্ণতা যােগ করা হয়।

সমোষ্ণরেখার বৈশিষ্ট্য : ১) একই অক্ষাংশ বরাবর সূর্যরশ্মির তাপীয় ফল প্রায় একইরকম হয় বলে সমোষ্ণরেখাগুলি সাধারণত অক্ষরেখার সমান্তরালে বিস্তৃত হয়। ২) নিরক্ষরেখা থেকে দুই মেরুর দিকে তাপমাত্রা ক্রমশ কমতে থাকে বলে সমােরেখার মানও ক্রমশ হ্রাস পেতে থাকে। ৩) সমুদ্রের ওপর দিয়ে প্রসারিত সমােয়রেখাগুলি সাধারণত একে অপরের সমান্তরালে এবং থলভাগের ওপর খানিকটা এঁকেবেঁকে বিস্তৃত হয়। ৪) উষ্ণতম ও শীতলতম মাসের তাপমাত্রা বােঝাতে মানচিত্রে সাধারণত জুলাই ও জানুয়ারি মাসের সমোষ্ণরেখা আঁকা হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment