পরিবেশের ওপর বর্জ্যের প্রভাব আলােচনা করাে।
অথবা, পরিবেশের উপর বর্জ্য পদার্থের তিনটি প্রভাব সংক্ষেপে আলােচনা করাে। Class 10 | Geography (বর্জ্য ব্যাবস্থাপনা) | 3 Marks
উত্তর:-
পরিবেশের ওপর বর্জ্যের প্রভাব: পরিবেশের ওপর বর্জ্যের প্রভাবগুলি হল নিম্নরূপ —
1) দৃশ্যদূষণ: যেখানে সেখানে বর্জ্য জমে থাকলে সেখানকার পরিবেশ দূষিত হয়। পরিবেশের সৌন্দর্য নষ্ট হয় এবং ময়লা ও আবর্জনা দৃশ্যদূষণ ঘটায়।
2) বিষাক্ত বর্জ্যের প্রভাব: কলকারখানা থেকে নির্গত বিষাক্ত বর্জ্য জল, মাটি ও বায়ুকে দূষিত করে। ওইসব পদার্থ পরিবেশের বাস্তুতন্ত্রকে নষ্ট করে দেয়। বিভিন্ন শারীরিক রােগের সৃষ্টি করে এবং উদ্ভিদ ও প্রাণীজগতের নানারকম ক্ষতি সাধন করে।
3) জমির উর্বরতা হ্রাস: কৃষি, গৃহস্থালি ও শিল্পকেন্দ্রের আবর্জনা কৃষিজমিতে পড়লে ওই জমির উর্বরতা হ্রাসসহ চারিত্রিক বৈশিষ্ট্য পরিবর্তিত হয়ে যায়।
4) জলের ওপর প্রভাব: বর্জ্য পদার্থ নদী, জলাশয় ও সাগরে পড়লে ওই জল দূষিত হয়ে যায় এবং জলজ প্রাণী ও উদ্ভিদের ওপর তার ক্ষতিকর প্রভাব পড়ে। মাছেদের প্রজনন ক্ষমতা নষ্ট হয় এবং জলজ উদ্ভিদ ও প্রাণীদের মৃত্যু হয়।
5) বায়ুতে প্রভাব: বায়ুতে দূষিত বর্জ্য মিশলে বায়ুর দূষণ ঘটে, এমনকি বায়ুমণ্ডলের তাপমাত্রাও বৃদ্ধি পায়।
6) জীববৈচিত্র্য ধ্বংস: বিষাক্ত বর্জ্যের প্রভাবে জলাভূমি ও বনভূমির জীববৈচিত্র্য দ্রুত নষ্ট হয়ে যায়।
7) মানুষের ওপর প্রভাব: কঠিন বর্জ্য থেকে টাইফয়েড, জন্ডিস, আন্ত্রিক, চামড়ার রােগ, ফুসফুসের রােগ ও অন্যান্য রােগের সংক্রমণ হয়।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
খুব ভালো। লেখক কে আমার আন্তরিক ধন্যবাদ।
ভালো হয়েছে । তবে আরো বিস্তারিত হলে ভালো হতো ।