Class 10 Class 10 Geography পরিবেশের ওপর বর্জ্যের প্রভাব আলােচনা করাে।

পরিবেশের ওপর বর্জ্যের প্রভাব আলােচনা করাে।

পরিবেশের ওপর বর্জ্যের প্রভাব আলােচনা করাে।
অথবা, পরিবেশের উপর বর্জ্য পদার্থের তিনটি প্রভাব সংক্ষেপে আলােচনা করাে। Class 10 | Geography (বর্জ্য ব্যাবস্থাপনা) | 3 Marks

উত্তর:-

পরিবেশের ওপর বর্জ্যের প্রভাব: পরিবেশের ওপর বর্জ্যের প্রভাবগুলি হল নিম্নরূপ —

1) দৃশ্যদূষণ: যেখানে সেখানে বর্জ্য জমে থাকলে সেখানকার পরিবেশ দূষিত হয়। পরিবেশের সৌন্দর্য নষ্ট হয় এবং ময়লা ও  আবর্জনা দৃশ্যদূষণ ঘটায়। 

2) বিষাক্ত বর্জ্যের প্রভাব: কলকারখানা থেকে নির্গত বিষাক্ত বর্জ্য জল, মাটি ও বায়ুকে দূষিত করে। ওইসব পদার্থ পরিবেশের বাস্তুতন্ত্রকে নষ্ট করে দেয়। বিভিন্ন শারীরিক রােগের সৃষ্টি করে এবং উদ্ভিদ ও প্রাণীজগতের নানারকম ক্ষতি সাধন করে। 

3) জমির উর্বরতা হ্রাস: কৃষি, গৃহস্থালি ও শিল্পকেন্দ্রের আবর্জনা কৃষিজমিতে পড়লে ওই জমির উর্বরতা হ্রাসসহ চারিত্রিক বৈশিষ্ট্য পরিবর্তিত হয়ে যায়। 

4) জলের ওপর প্রভাব: বর্জ্য পদার্থ নদী, জলাশয় ও সাগরে পড়লে ওই জল দূষিত হয়ে যায় এবং জলজ প্রাণী ও উদ্ভিদের ওপর তার ক্ষতিকর প্রভাব পড়ে। মাছেদের প্রজনন ক্ষমতা নষ্ট হয় এবং জলজ উদ্ভিদ ও প্রাণীদের মৃত্যু হয়। 

5) বায়ুতে প্রভাব: বায়ুতে দূষিত বর্জ্য মিশলে বায়ুর দূষণ ঘটে, এমনকি বায়ুমণ্ডলের তাপমাত্রাও বৃদ্ধি পায়।

6) জীববৈচিত্র্য ধ্বংস: বিষাক্ত বর্জ্যের প্রভাবে জলাভূমি ও বনভূমির জীববৈচিত্র্য দ্রুত নষ্ট হয়ে যায়। 

7) মানুষের ওপর প্রভাব: কঠিন বর্জ্য থেকে টাইফয়েড, জন্ডিস, আন্ত্রিক, চামড়ার রােগ, ফুসফুসের রােগ ও অন্যান্য রােগের সংক্রমণ হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

2 thoughts on “পরিবেশের ওপর বর্জ্যের প্রভাব আলােচনা করাে।”

  1. ভালো হয়েছে । তবে আরো বিস্তারিত হলে ভালো হতো ।

    Reply

Leave a Comment