কঠিন বর্জ্য পদার্থের পুনর্নবীকরণের কয়েকটি উদাহরণ দাও। Class 10 | Geography (বর্জ্য ব্যাবস্থাপনা) | 3 Marks
উত্তর:-
কঠিন বর্জ্যের পুনর্নবীকরণ: কঠিন বর্জ্যকে ঠিকমতাে পুনর্নবীকরণ করতে পারলে বর্জ্যের পরিমাণ যেমন কমানাে যায়, তেমনই পরিবেশ সুরক্ষিত রাখাও সম্ভব হয়, যেমন —
1) ফ্লাই অ্যাশ: ফ্লাই অ্যাশ সিমেন্ট শিল্পে কাঁচামাল হিসেবে ও ইট তৈরিতে ব্যবহৃত হয়। এ ছাড়া বাঁধ নির্মাণে, নীচু জমি ভরাট করতে ও রাস্তা নির্মাণেও এটি ব্যবহার করা হচ্ছে।
2) আখের ছিবড়ে বা বাগাসে: চিনিকলগুলিতে বর্জ্যরুপে প্রচুর পরিমাণ আখের ছিবড়ে উৎপন্ন হয়। ওই আখের ছিবড়ে থেকে কাগজের মণ্ড বানানাে যায় যা দিয়ে কাগজ তৈরি হয়।
3) কাচ: ভাঙা কাচ অন্যান্য বর্জ্য থেকে আলাদা করা যায়। ওইসব টুকরাে কাচ থেকে অন্য ধরনের কাচের সামগ্রী প্রস্তুত করা হয়।
4) কাগজ: বাড়ির পুরােনাে কাগজ, খবরের কাগজ প্রভৃতি থেকে অবাঞ্ছিত দ্রব্য সরিয়ে ফেলে আলাদা কাগজের মণ্ড প্রস্তুত করা যায়, যা দিয়ে কাগজের বাের্ড, কাগজের ব্যাগ ও অন্যান্য অসংখ্য দ্রব্য সামগ্রী প্রস্তুত করা হয়।
5) প্লাস্টিক: প্লাস্টিকদূষণ বর্তমানে একটি বড়াে পরিবেশগত সমস্যা। এই সমস্যা সমাধানে বর্জ্য প্লাস্টিক থেকে নতুন প্লাস্টিক উৎপাদন করা হচ্ছে।
6) ধাতু: ধাতব বর্জ্য বলতে ভাঙা লােহা, অ্যালুমিনিয়াম, তামা ও অন্যান্য ধাতুখণ্ডকে বােঝায়। চৌম্বক পদ্ধতিতে ফেরাস ধাতুকে একত্র করে এবং নন-ফেরাস ধাতুকে পৃথক করে গলিয়ে পুনর্ব্যবহার করা হয়।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।