A BEE AND A DOVE
Points: A bee falls in a water tank—a dove drops a large leaf to save the bee—some days later, a hunter aims at the dove—the bee stings the hunter-misses the target-dove saved.
Once a bee fell in a water tank. He was being swept far away by the current of the water. A dove lived in a tree near the tank. He noticed the bee’s pathetic condition. He dropped a large leaf into the water. The bee jumped upon it. Thus his life was saved. A few days later a hunter came there. He was targeting the dove. When he was about to kill the bird with an arrow, the bee stung him at his hand. The hunter missed his aim. The dove flew away. He thanked the bee for his timely help.
Moral: Do good, find good.
একটা মৌমাছি এবং একটা ঘুঘু পাখি
একদা একটা মৌমাছি জলাশয়ে পড়ে গিয়েছিল। জলের স্রোত তাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। জলাশয়ের কাছে একটা গাছে একটা ঘুঘু পাখি বাস করত। সে মৌমাছির দুর্দশাগ্রস্ত অবস্থা খেয়াল করে। সে জলে একটা বড়াে পাতা ফেলে দেয়। মৌমাছি এটাতে লাফিয়ে উঠে পড়ে। এভাবে তার প্রাণ রক্ষা পায়। কদিন পর একজন শিকারি সেখানে এসেছিল। সে ঘুঘু পাখিটার দিকে তাক করছিল। যখন সে একটা তির দিয়ে পাখিটাকে মারতে যাবে, মৌমাছি তার হাতে হুল ফোটায়। শিকারি লক্ষ্যভ্রষ্ট হয়। ঘুঘুটা উড়ে যায়। সে মৌমাছিটিকে তার যথাসময়ে সাহায্যের জন্য ধন্যবাদ জানায়।
নীতিকথা: ভালাে করাে, ভালাে হবে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।