A BOY IN THE OAK WOOD
Points: A boy moves around in an oak forest-sleepsdreams of oak barks wrinkling over him—oak trees made him promise to plant more trees—wakes up-becomes a different person with more love for trees.
One day a little boy was roaming around an oak wood. Tired, he fell asleep under an oak tree. In his dream he saw something mysterious. Oak trees were shedding their barks and the barks started wrinkling over him. The boy protested. He said he would die because of that. The oak trees around him then gave him a proposal. They would save his life if the boy would promise to plant more trees. At that moment the boy woke up. He looked around and felt the significance of the dream he had dreamt. When he left the oak wood, he became a different person. Since then he started loving trees more and more. Moral: Plant trees for saving mankind.
ওক বনে এক বালক
একদিন একটা বাচ্চা ছেলে ওক বনের চারপাশে ঘুরে বেড়াচ্ছিল। ক্লান্ত হয়ে সে একটা ওক গাছের তলায় ঘুমিয়ে পড়ে। স্বপ্নে সে একটা রহস্যজনক জিনিস দেখে। ওক গাছেরা তাদের ছাল ঝেড়ে ফেলছিল আর কোঁকড়ানাে ছালগুলাে তাকে জাপটে ধরছিল। ছেলেটা প্রতিবাদ জানায়। সে বলে এর ফলে সে মরে যাবে। তখন তার চারপাশের ওক গাছুগলাে তাকে একটা প্রস্তাব দেয়। তারা ছেলেটাকে বাঁচাবে যদি সে প্রতিজ্ঞা করে আরও গাছ লাগাবে। সেই মুহূর্তে ছেলেটা জেগে ওঠে। সে চারদিকে দেখে এবং যে স্বপ্ন সে দেখেছে তার তাৎপর্য অনুভব করে। যখন সে ওক বন ত্যাগ করে, তখন সে এক আলাদা মানুষ। তখন থেকে সে আরও বেশি করে গাছ ভালােবাসতে শুরু করে।
নীতিকথা: মনুষ্যজাতিকে বাঁচাতে গাছ লাগাও।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।