A GREAT SACRIFICE – Story Writing

A GREAT SACRIFICE

Points: A son born to a king-queen dies—king engages a young nurse to look after the prince—king’s enemies plot to kill the prince-nurse comes to know of the plot-leaves her own child dressed as prince_escapes with real prince enemies kill nurse’s own child—king offers reward for saving prince’s life—nurse refuses and kills herself.

Once upon a time there was a king. One day his queen gave birth to a beautiful son. The queen died just after that. The king then engaged a young nurse to look after his baby. The king had many enemies. They planned to kill the king’s successor. The nurse came to know about it. She decided to save the prince’s life at any cost. So, she dressed her own child as the prince. She placed the child on the prince’s cot. And she herself fled from the palace taking the real prince in her arms. The plotters came and killed the nurse’s baby without knowing his real identity. When the king learnt this, he offered a reward for the nurse’s loyalty. The nurse refused to accept it. Instead, she killed herself. Moral: Nothing can compensate a mother’s bereavement.

বিরাট ত্যাগ

একদা এক রাজা ছিলেন। একদিন তার রানি এক সুন্দর পুত্রের জন্ম দিলেন। ঠিক তারপর রানি মারা গেলেন। রাজা তখন একজন যুবতি সেবিকাকে নিয়ােগ করলেন তাঁর শিশুকে দেখাশােনা করার জন্য। রাজার অনেক শত্রু ছিল। তারা পরিকল্পনা করেছিল রাজার উত্তরাধিকারীকে মেরে ফেলবে। সেবিকা এটার ব্যাপারে জানতে পেরেছিল। সে ঠিক করে রাজপুত্রের জীবন সে যে-কোনাে মূল্যে বাঁচাবে। তাই সে তার নিজের শিশুকে রাজপুত্রের পােশাক পরায়। সে শিশুটাকে রাজপুত্রের খাটে রাখে। আর সে নিজে সত্যিকার রাজপুত্রকে কোলে নিয়ে প্রাসাদ থেকে পালিয়ে যায়। ষড়যন্ত্রী আসে এবং সেবিকার শিশুকে তার সত্যিকার পরিচয় না জেনে হত্যা করে। রাজা যখন এটা জানলেন, তিনি সেবিকাকে তার আনুগত্যের জন্য পুরস্কার দিতে চাইলেন। সেবিকা সেটা নিতে অস্বীকার করল। পরিবর্তে সে নিজেকেই মেরে ফেলল। 

নীতিকথা: মায়ের সন্তান হারানাের কোনাে ক্ষতিপূরণ হয় না।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment