A WITTY REVENGE
Points: A man left his iron safe with his neighbourhon return he was told that the safe had been eaten by rats— he said nothing but took the neighbour’s son to the river for a bath—on return he said the child had been carried off by a kite—the neighbour returned the safe-got back his son.
One day a man decided to go to a distant land. He had an iron safe full of valuables. He left it with his neighbour for safety. Returning home, he asked for it. The neighbour was dishonest. So, he replied that the safe had been eaten by rats. The man was spellbound. Suddenly, a plan occurred to him. He took the neighbour’s son to the river for a bath. Returning from bath, he declared that the neighbour’s son was lost. A kite had carried him off. The neighbour shouted that it was quite impossible. A kite could not carry off a man. The man then replied, if rats can eat an iron safe then a kite also could have done it. Then and there the neighbour returned him the safe and got back his son.
Moral: Tit for tat.
বুদ্ধিদীপ্ত প্রতিশােধ
একদিন এক ব্যক্তি ঠিক করল সে দূরে এক জায়গায় যাবে। দামি জিনিসে ভরতি তার একটা লােহার সিন্দুক ছিল। নিরাপত্তার জন্য সে এটাকে তার প্রতিবেশীর কাছে রেখে গেল। বাড়ি ফিরে সে এটা চাইল। প্রতিবেশী অসাধু ছিল। তাই সে জবাব দিল যে ইদুরে সিন্দুকটা খেয়ে ফেলেছে। লােকটা হতবাক হয়ে গেল। হঠাৎ তার মাথায় একটা মতলব এল। সে প্রতিবেশীর ছেলেকে স্নানের জন্য নদীতে নিয়ে গেল। স্নান থেকে ফিরে, সে ঘােষণা করল প্রতিবেশীর ছেলেটি হারিয়ে গিয়েছে। একটা চিল তাকে নিয়ে গিয়েছে। প্রতিবেশী চিৎকার করে বলল এটা অসম্ভব। একটা চিল একজন মানুষকে নিয়ে যেতে পারে না। লােকটা তখন জবাব দিল যদি ইদুরে লােহার সিন্দুক খেতে পারে তবে চিলও এটা করতে পারে। তক্ষুনি প্রতিবেশী তাকে সিন্দুকটা ফেরত দিল এবং নিজের ছেলেকে ফিরে পেল।
নীতিকথা: ঢিল মারলে পাটকেল খেতে হয়।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।