অববাহিকার আয়তন অনুসারে ভারতের নদনদীর শ্রেণিবিভাগকরাে। Class 10 | Geography | 3 Marks‘
উত্তর:-
অববাহিকার আয়তন অনুসারে ভারতের নদনদীর শ্রেণিবিভাগ : অববাহিকার আয়তন অনুসারে ভারতের নদনদীকে তিনটি ভাগে ভাগ করা যায়, যথা —
1. প্রধান নদনদী : গঙ্গা, সিন্ধু, ব্রম্মপুত্র, নর্মদা, তাপ্তী, মহানদী, গােদাবরী, সবরমতী, কৃষ্ণা, মাহী, ব্রাম্মণী, সুবর্ণরেখা, পেননার ও কাবেরী —নদীর অববাহিকার আয়তন 20000 বর্গকিলােমিটারেরও বেশি। অববাহিকার আয়তন খুব বড়াে বলে নদনদীগুলিকে প্রধান নদনদী বলা হয়।
2. মাঝারি নদনদী : ভারতে 46টি নদী আছে, যেগুলির প্রত্যেকটির অববাহিকার আয়তন 2000 থেকে 20000 বর্গকিলােমিটারের মধ্যে। অববাহিকার আয়তন মাঝারি বলে নদনদীগুলিকে মাঝারি নদনদী বলা যায়। দক্ষিণ ভারতের শরাবতী, ভাইগাই, পেরিয়ার, পালার, বৈতরণী প্রভৃতি এই ধরনের নদনদী।
3. ছােটো নদনদী : ভারতের প্রায় 55টি নদীর প্রত্যেকটির অববাহিকার আয়তন 2000 বর্গকিলােমিটারেরও কম। অববাহিকার আয়তন কম বলে এদের ছােটো নদনদী বলা যায়। লুনি, বানস, রাচোল, দমন গঙ্গা প্রভৃতি এই ধরনের নদনদী।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।