Class 10 Class 10 Bengali ABTA Test Paper Class 10 Bengali Solution | Page 9 | Madhyamik 2026 | ABTA টেস্ট পেপার ২০২৬ বাংলা পেজ ৯ সমাধান

ABTA Test Paper Class 10 Bengali Solution | Page 9 | Madhyamik 2026 | ABTA টেস্ট পেপার ২০২৬ বাংলা পেজ ৯ সমাধান

প্রিয় ছাত্রছাত্রীরা, এখানে আমরা ABTA Test Paper Class 10 Bengali Solution নিয়ে এসেছি 2026 এর Page 9 এর জন্য। তোমরা যারা ২০২৬ এ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজকের এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি এই সমাধানটি তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে অনেকটাই সহায়তা করবে।

BENGALI (First Language)

PAGE : 9


১। সঠিক উত্তরটি নির্বাচন করো : ১৭×১=১৭

১.১ “আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি”– হরিদার কোন রূপ দেখে বক্তার এমন দশা হয়েছিল?
(ক) কাপালিক রূপ দেখে (খ) বাইজির রূপ দেখে (গ) পুলিশের সাজ দেখে (ঘ) বিরাগী রূপ দেখে।
উত্তর: (ঘ) বিরাগী রূপ দেখে।

১.২ গিরীশ মহাপাত্রের সাথে অপূর্বর দ্বিতীয়বার কোথায় দেখা হয়েছিল? –
(ক) পুলিশ স্টেশনে (খ) জাহাজ ঘাটায় (গ) রেল স্টেশনে (ঘ) বিমানবন্দরে।
উত্তর: (গ) রেল স্টেশনে।

১.৩ জামা অদলবদলের বুদ্ধি কার মাথায় এসেছিল? –
(ক) ইসাবের (খ) অমৃতের (গ) কালিয়ার (ঘ) পাঠানের।
উত্তর: (খ) অমৃতের।

১.৪ “আমাদের শিশুদের শব ছড়ানো———রয়েছে ।” –
(ক) কাছে (খ) দূরে (গ) অনেক দূরে (ঘ) কাছে দূরে।
উত্তর: (ঘ) কাছে দূরে।

১.৫ “অস্ত্রের বিরুদ্ধে গান” কবিতায় কবি ‘অস্ত্র’ রাখতে বলেছেন
(ক) ঋষি বালকের পায়ে (খ) নদীতে (গ) দেশগাঁয়ে (ঘ) গানের দুটি পায়ে।
উত্তর: (ঘ) গানের দুটি পায়ে।

১.৬ ‘সমুদ্রনৃপতি সুতা” – কে?
(ক) লক্ষ্মী (খ) পদ্মা (গ) উমা (ঘ) বারুণী।
উত্তর: (খ) পদ্মা।

১.৭ শ্রীপান্থ প্রথম যে ফাউন্টেন পেনটি কিনেছিলেন তার নাম –
(ক) জাপানি পার্কার (খ) জাপানি পাইলট (গ) ঝরনা কলম (ঘ) পার্কার পেন।
উত্তর: (খ) জাপানি পাইলট।

১.৮ “ছিঁড়ে পত্র না ছাড়ে মসি’– ‘মসি’ কথার অর্থ কী? –
(ক) মসনদ (খ) কালি (গ) কাগজ (ঘ) লোহা।
উত্তর: (খ) কালি।

১.৯ কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল –
(ক) ১৯৩৬ সালে (খ) ১৯৩৫ সালে (গ) ১৯৪৭ সালে (ঘ) ১৯৪৬ সালে।
উত্তর: (ক) ১৯৩৬ সালে।

১.১০ যে কর্তা অন্য কাউকে দিয়ে কাজ করায় –
(ক) উক্ত কর্তা (খ) প্রযোজক কর্তা (গ) উহ্য কর্তা (ঘ) প্রযোজ্য কর্তা।
উত্তর: (খ) প্রযোজক কর্তা।

১.১১ অনুসর্গ মাত্রই –
(ক) প্রত্যয় (খ) সর্বনাম (গ) ধাতু (ঘ) অব্যয়।
উত্তর: (ঘ) অব্যয়।

১.১২ বুড়ো মানুষের কথাটা শুনো – চিহ্নিত পদটি যে সমাসের উদাহরণ সেটি হল –
(ক) বহুব্রীহি সমাস (খ) কর্মধারয় সমাস (গ) তৎপুরুষ সমাস (ঘ) অব্যয়ীভাব সমাস।
উত্তর: (খ) কর্মধারয় সমাস।

১.১৩ ‘উপনগরী’ সমাসটি গড়ে উঠেছে –
(ক) সাদৃশ্য অর্থে (খ) সামীপ্য অর্থে (গ) পশ্চাৎ অর্থে (ঘ) বীপ্সা অর্থে।
উত্তর: (খ) সামীপ্য অর্থে।

১.১৪ মহাশয়ের কী করা হয় – এটি কোন বাচ্যের উদাহরণ? –
(ক) কর্তৃবাচ্য (খ) কর্মবাচ্য (গ) ভাববাচ্য (ঘ) কর্মকর্তৃবাচ্য।
উত্তর: (গ) ভাববাচ্য।

১.১৫ যাঁরা ওস্তাদ কলমবাজ তাঁদের বলা হয় ক্যালিগ্রাফিস্ট। — এটি কোন শ্রেণির বাক্য? –
(ক) সরল বাক্য (খ) যৌগিক বাক্য (গ) জটিল বাক্য (ঘ) মিশ্র বাক্য।
উত্তর: (গ) জটিল বাক্য।

১.১৬ ‘তোরা সব জয়ধ্বনি কর’– এটি কোন বাচ্যের উদাহরণ? –
(ক) কর্তৃবাচ্য (খ) কর্মবাচ্য (গ) ভাববাচ্য (ঘ) কর্মকর্তৃবাচ্য।
উত্তর: (ক) কর্তৃবাচ্য।

১.১৭ নির্দেশক বাক্যের একটি শ্রেণি হল
(ঘ) নঞর্থক বাক্য (খ) শর্তসাপেক্ষ বাক্য (গ) সন্দেহবাচক বাক্য (ক) প্রশ্নবাচক বাক্য।
উত্তর: (ঘ) নঞর্থক বাক্য।

২। কমবেশি ২০টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও : ১৯×১=১৯

২.১ যেকোনো চারটি প্রশ্নের উত্তর দাও : ৪×১=৪

২.. হাসি গোপন করিল – কে, কেন হাসি গোপন করিল?
উত্তর: সন্দেহ ভাজন গিরীশ মহাপাত্রের পোশাক ভীষণ রকমের অস্বাভাবিক ও হাস্যকর হওয়ায় অপূর্ব সেদিকে তাকিয়ে হাসি গোপন করল।

২.১.২ নদের চাঁদ সব বোঝে,” নদের চাঁদ কী বোঝে?
উত্তর: ত্রিশ বছর বয়সি নদের চাঁদ একটি রেল স্টেশনের স্টেশন মাস্টারের গুরুত্বপূর্ণ পদে রয়েছে, তাই নদীর জন্য এমন ভাবে পাগল হওয়া যে তার মানায় না, তা সে বুঝতে পারে।

২..৩ ইসাবের মেজাজ চড়ে গেল – কেন ইসাবের মেজাজ চড়ে গেল?
উত্তর:
কুস্তি লড়তে অনিচ্ছুক অমৃতকে কালিয়া মাটিতে ছুঁড়ে ফেলে দিলে ছেলেদের দল কালিয়ার জয়ধ্বনি দিয়ে চেঁচিয়ে ওঠে, তাই বন্ধুবৎসল ইসাবের মেজাজ চড়ে গিয়েছিল।

২..৪ মেসোর মুখে করুণার ছাপ দেখে তপনের কী অভিব্যক্তি হয়?
উত্তর:
তপনের লেখা গল্পটি পড়ে তার লেখকমেসো প্রশংসা করলে তপন প্রথমে ভাবে মেসো ঠাট্টা করেছে, কিন্তু পরে মেসোর মুখে করুণার ছাপ দেখে তপন আহ্লাদে কাঁদতে কাঁদতে হয় যায়।

২.১.৫ হতেই পারে না। – বক্তা কী হতে পারে না বোঝাতে চেয়েছেন?
উত্তর:
বিরাগী সন্ন্যাসী বেশে আগত ব্যক্তিটি কখনোই গল্পকথকদের পরিচিত হরিদা হতেই পারেন না বলে বক্তা ভবতোষ বোঝাতে চেয়েছেন।

২.২ যেকোনো চারটি প্রশ্নের উত্তর দাও : ৪×১=৪

২.২.১ ”হা ধিক মোর” – বক্তা কেন নিজেকে ধিক্কার দিয়েছেন?
উত্তর:
লঙ্কাকে যখন শত্রুসৈন্য ঘিরে ফেলেছে তখন ইন্দ্রজিত্‍ প্রমোদকাননে নারীদের সঙ্গে রহস্যরসে সময় কাটাচ্ছে – এই বিষয়টি উপলব্ধি করে ইন্দ্রজিত্‍ নিজেকে ধিক্কার দিয়েছে।

২.২.২ রক্তমুছি গানের গায়ে কথাটির অর্থ কী?
উত্তর:
গান অমলিন, শুদ্ধ স্পর্শে যে হিংসার আবহ মুছে দিতে পারে, গানের বিশুদ্ধ স্পর্শে রক্তের আলপনা ফিকে হতে হতে মুছে যায়। কবি তাই গানের গায়ে হিংসার রক্ত মুছতে চান।

২.২.৩ “বলো ক্ষমা করো,” – কে, কেন এই বাণী উচ্চারণ করবে?
উত্তর: যুগান্তরের কবি আফ্রিকার দ্বারে দাঁড়িয়ে এই ক্ষমা করো বাণী উচ্চারণ করবে।

যুগ যুগা ধরে আফ্রিকার প্রতি সভ্য দুনিয়া যে বর্বরতা ও অত্যাচার প্রদর্শন করেছে, সেই পাপের স্খালন সভ্য সমাজের বিবেকবান মানুষের প্রতিনিধি হিসেবে যুগান্তরের কবিকেই করতে হবে। তাছাড়া আফ্রিকার উপর ঘটে যাওয়া অত্যাচারের দায় যুগান্তরের কবির ওপরেও বর্তায়।

২.২.৪ পঞ্চকন্যা কারা?
উত্তর: সৈয়দ আলাওলের ‘সিন্দুতীরে’ কাব্যাংশে চার সখীসহ অচেতন পদ্মাবতীকে ‘পঞ্চকন্যা’ বলা হয়েছে। এই পঞ্চকন্যা হল রানি পদ্মাবতী এবং তাঁর চার মুখ্য সখী চন্দ্রকলা, বিজয়া, রোহিণী ও বিধুন্নলা।

২.২.৫ ‘সে-জানত না’ – সে কী জানত না?
উত্তর: কবি যে তাঁর প্রেমিকার কাছে আর কখনও ফিরে আসবেন না, সেই বিষয়টি প্রেমিকার না জানার কথা উক্ত অংশে বলা হয়েছে।

২.৩ যেকোনো তিনটি প্রশ্নের উত্তর দাও : ৩×১=৩

২.৩.১ পরিভাষা রচনা ত্রুটি হতে পারে কখন?
উত্তর:
পরিভাষা রচনা একজনের কাজ নয়, সমবেতভাবে না করলে নানা ত্রুটি হতে পারে।

২.৩.২ আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে— আজ কী অবলুপ্তির পথে?
উত্তর: ফাউন্টেন পেন, বল পয়েন্ট পেন-সহ নানারকমের পেন অবলুপ্ত হতে চলেছে। কম্পিউটার যুগে কলমের ব্যবহার কমে আসছে বলে প্রাবন্ধিক শ্রীপান্থ এমন মন্তব্য করেছেন।

২.৩.৩ ‘এই ধারণা পুরোপুরি ঠিক নয়’— কোন ধারণা পুরোপুরি ঠিক নয়?
উত্তর: প্রাবন্ধিক রাজশেখর বসুর মতে, সমস্ত পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয়— এই ধারণা পুরোপুরি ঠিক নয়।

২.৩.৪ লাঠি তোমার দিন ফুরাইয়াছে – কথাটি কে বলেছিলেন?
উত্তর: উক্ত কথাটি ‘দেবী চৌধুরাণী’ উপন্যাসের তৃতীয় খণ্ডের প্রথম পরিচ্ছেদে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন, তবে একটু অন্যভাবে – ‘হায় লাঠি! তোমার দিন গিয়াছে!

২.৩ যেকোনো আটটি প্রশ্নের উত্তর দাও : ৮×১=৮

২.৪.১ নিরপেক্ষ কর্তার উদাহরণ সহ সংজ্ঞা দাও।
উত্তর:
বাক্যের মধ্যে অসমাপিকা ও সমাপিকা ক্রিয়ার কর্তা যদি আলাদা হয়, তাহলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে। উদাহরণ: সূর্য উঠলে পদ্ম ফুটবে। (এখানে ‘সূর্য’ হল নিরপেক্ষ কর্তা কারণ এটি অসমাপিকা ক্রিয়া ‘উঠলে’-এর কর্তা এবং সমাপিকা ক্রিয়া ‘ফুটবে’-এর কর্তা ‘পদ্ম’ থেকে ভিন্ন)।

২.৪.২ হিংসার দ্বারা মহৎ কার্য সাধিত হয় না। – কর্তৃবাচ্যে রূপান্তর করো।
উত্তর: কর্তৃবাচ্য: হিংসা মহৎ কার্য সাধন করে না।

২.৪.৩ চিঠি পকেটে ছিল। – চিহ্নিত পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো।
উত্তর: পকেটে – স্থানাধিকরণ কারকে ‘এ’ বিভক্তি।

২.৪.৪ ভাববাচ্যে কর্তা লুপ্ত অবস্থায় আছে (লুপ্ত কর্তা ভাববাচ্যে) – এমন একটি বাক্য লেখো।
উত্তর: এমন ছবি দেখে প্রাণ ভরে ওঠে না। অথবা, এত গরম চা খাওয়া যায় না।

২.৪.৫ যোগ্যতা হীন বাক্যের একটি উদাহরণ দাও।
উত্তর:
ভারতের দক্ষিণে হিমালয় অবস্থিত। অথবা, সূর্য পূর্বদিকে অস্ত যায়।

২.৪.৬ ‘কৃপাকরের নিরঞ্জন।’- বাক্যটিকে নির্দেশক বাক্যে রূপান্তর করো।
উত্তর: নিরঞ্জনের কৃপা কামনা করছি।

২.৪.৭ বিগ্রহ বাক্য কাকে বলে?
উত্তর:
সমাসবদ্ধ পদকে ভাঙলে বা ব্যাখ্যা করলে যে বাক্য বা বাক্যাংশ পাওয়া যায়, তাকে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বলে। উদাহরণ: বীণাপাণি – বীণা পাণিতে যাঁর (ব্যাস বাক্য)

২.৪.৮ ‘মেঘে ঢাকা’ শব্দটির ব্যাস বাক্য সহ সমাসের নাম উল্লেখ করো।
উত্তর: মেঘে ঢাকা – মেঘের দ্বারা ঢাকা [করণ তৎপুরুষ সমাস]।

২.৪.৯ যন্ত্রাত্মক করণের একটি উদাহরণ দাও।
উত্তর: ছুরিতে মাংস কাটল কিন্তু ছুড়ি কাটল না। অথবা, আমরা কানে শুনি, চোখে দেখি।

২.৪.১০ বিধেয় প্রসারকের একটি উদাহরণ দাও।
উত্তর:
সৌরভ ভালো ক্রিকেটেও খেলেন। অথবা, রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন।

আরো পড়ুন

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment