আধুনিক যােগাযােগ ব্যবস্থা বলতে কী বােঝ? Class 10 | Geography | 3 Marks‘
উত্তর:-
ধারণা: সংবাদ বা তথ্য ও ভাবের আদানপ্রদানকে এককথায় যােগাযোেগ বলে। চিঠিপত্র, টেলিফোন, টেলিগ্রাম, ইনটারনেট প্রভৃতির সাহায্যে যে আদানপ্রদান হয়, সেগুলিকে বলে যােগাযােগের মাধ্যম। এই ধরনের একটি সম্পূর্ণ ও সংগঠিত আদানপ্রদান ব্যবস্থাকে বলে যােগাযােগ ব্যবস্থা। আগেকার দিনে যােগাযােগের মাধ্যম হিসেবে স্থলপথ, জলপথ ও আকাশপথে লিখিত বার্তা আদানপ্রদান করা হত। কিন্তু বর্তমানে ব্যস্ত জীবনের গতির সঙ্গে পাল্লা দিতে এবং উন্নত পরিসেবা প্রদানের লক্ষ্যে বিভিন্ন প্রকার আধুনিক যােগাযােগ ব্যবস্থার মাধ্যমে চালু হয়েছে।
বিভিন্ন রকম আধুনিক যােগাযােগ ব্যবস্থা: বিভিন্ন রকম আধুনিক যােগাযােগ ব্যবসথাগুলি হল—ইনটারনেট, ই-মেল, সেলফোন ইত্যাদি।
1. ইনটারনেট: সমগ্র বিশ্বজুড়ে একাধিক কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে পারস্পরিক সংযােগ ব্যবস্থাই হল ইনটারনেট ব্যবস্থা। বর্তমানে বিশ্বের অধিকাংশ দেশই এই ইনটারনেট ব্যবস্থার সাহায্যে পরস্পর যুক্ত থেকে নিমেষের মধ্যে তথ্য, খবরাখবর এবং মতামত বিনিময় করে চলেছে। দ্রুত, সহজে এবং স্বল্প ব্যয়ে যােগাযােগ সাধনের এটি অন্যতম মাধ্যম। বর্তমানে ইনটারনেটে ফেসবুক, হােয়াটসঅ্যাপ, টুইটার প্রভৃতি সােশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলির মাধ্যমে পারস্পরিক যােগাযােগ খুবই জনপ্রিয় হয়ে উঠেছে।
2. ই-মেল: ই-মেলের মাধ্যমে অতি অল্প খরচে দ্রুত পৃথিবীর যে কোনাে স্থানে সংবাদ পাঠানাে যায়।
3. সেলফোন: শুধু দুজন মানুষের মধ্যে কথা বলার সুবিধাই নয়, মােবাইল বা সেলুলার ফোনের সাহায্যে SMS, MMS, মােবাইল। ব্যাংকিং প্রভৃতি বিচিত্র ধরনের পরিসেবা একে একটি অত্যন্ত প্রয়ােজনীয় ও অপরিহার্য যােগাযােগের মাধ্যমে পরিণত করেছে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
Very nice answer that’s right