আধুনিক মানুষের পূর্বপুরুষের উল্লেখযােগ্য কয়েকটি প্রজাতির বর্ণনা দাও। Marks 5
অথবা, মস্তিষ্কের আকার অনুযায়ী আদিম মানুষকে ক-টি ভাগে ভাগ করা যায় ? বৈশিষ্ট্যসহ সেগুলি উপস্থাপন করাে। Marks 5
উত্তর:
• সূচনা: মস্তিষ্কের আকার অনুযায়ী আদিম মানুষকে নানা ভাগে বিভক্ত করা হয়। আদিম মানুষের প্রকারভেদ
[1] অস্ট্রালােপিথেকাস: এরা ছিল আনুমানিক ৪০ লক্ষ থেকে ৩০ লক্ষ বছর আগেকার মানবপ্রজাতি। এরা দু-পায়ে ভর দিয়ে কোনােরকমে দাঁড়াতে শিখেছিল।
[2] হোমাে হাবিলিস: এরা ছিল আনুমানিক ২৬ লক্ষ থেকে ১৭ লক্ষ বছর আগেকার মানবপ্রজাতি। এরা দলবদ্ধভাবে বাস করত। এদের খাদ্য ছিল বনের ফলমূল ও কাঁচা মাংস।
[3] হােমাে ইরেকটাস: এরা ছিল আনুমানিক ২০ লক্ষ থেকে ৩ লক্ষ ৫০ হাজার বছর আগেকার মানবপ্রজাতি। এরাও দলবদ্ধভাবে বাস করত। এরাই প্রথম সােজা হয়ে দাঁড়াতে ও আগুনের ব্যবহার শিখেছিল।
[4] হােমাে স্যাপিয়েন্স: আনুমানিক ২ লক্ষ ৩০ হাজার বছর আগে এই মানবপ্রজাতির অস্তিত্ব ছিল। এরাই ছিল প্রথম বুদ্ধিমান মানুষ। হােমাে স্যাপিয়েন্সরা মাংস পুড়িয়ে খেতে এবং পশুর চামরা পোশাকরূপে পরতে শিখেছিল।
বিভিন্ন আদিম মানুষের করোটির আকার- 1. অস্ট্রালােপিথেকাস, 2. হোমাে হাবিলিস, 3. হােমাে ইরেকটাস, 4. হােমাে স্যাপিয়েন্স
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।