আদিম মানুষ আগুন জ্বালাতে শিখল কীভাবে?

আদিম মানুষ আগুন জ্বালাতে শিখল কীভাবে? Mark 3 | Class 6

উত্তর:-

আদিম মানুষ কীভাবে সর্বপ্রথম আগুন জ্বালাতে শিখেছিল তা সঠিকভাবে জানা যায় না। তবে অনুমান করা হয় যে, বনজঙ্গলে লাগা দাবানলের আগুন বা অন্য কোনােভাবে জ্বলে ওঠা আগুন দেখে আদিম মানুষ আগুন জ্বালাতে শিখেছিল।

[1] দাবানলের আগুন দেখে : আদিম মানুষ প্রথমদিকে, বনজঙ্গলে কাঠের সঙ্গে কাঠের ঘষা লেগে যে আগুন অর্থাৎ দাবানল জ্বলে উঠত তা দেখেছিল। তা দেখেই হয়তাে কাঠের সঙ্গে কাঠ ঘষে আদিম মানুষ সর্বপ্রথম আগুন জ্বালাতে শিখেছিল।

[2] পাথরের ঠোকাঠুকিতে জ্বলে ওঠা আগুন দেখে : আদিম মানুষ পাথরের হাতিয়ার তৈরি করতে গিয়ে দেখে চকমকি-জাতীয় পাথরের ঠোকাঠুকিতে হঠাৎ আগুন জ্বলে ওঠে। তা দেখে পাথরে পাথর ঠুকে আদিম মানুষ হয়তাে আগুন জ্বালাতে শেখে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

1 thought on “আদিম মানুষ আগুন জ্বালাতে শিখল কীভাবে?”

Leave a Comment