Class 6 Class 6 History আদিম মানুষ কেন জোট বেঁধেছিল ? এর ফলে তার কী লাভ হয়েছিল?

আদিম মানুষ কেন জোট বেঁধেছিল ? এর ফলে তার কী লাভ হয়েছিল?

আদিম মানুষ কেন জোট বেঁধেছিল ? এর ফলে তার কী লাভ হয়েছিল? Mark 3 | Class 6

উত্তর:-

জোট বাঁধার কারণ: আদিম মানুষ প্রথমে একা থাকায় তার নিরাপত্তা ও খাদ্যের অভাব ছিল। তাই নিজের নিরাপত্তা রক্ষা করা এবং খাদ্যের অভাব মেটানাের জন্য তারা জোটবদ্ধ হয়েছিল। 

জোট বাঁধার ফল: জোটবদ্ধ হওয়ায় আদিম মানুষ সহজেই বন্যজন্তুর আক্রমণ রােধ করতে শিখেছিল। তা ছাড়া দলবদ্ধভাবে শিকার করা সহজ বলে খাদ্যের অভাব কমে এসেছিল। অনেকে মানুষের এই জোট বেঁধে থাকাকে আদিম সমাজ বলে মনে করেছেন।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

1 thought on “আদিম মানুষ কেন জোট বেঁধেছিল ? এর ফলে তার কী লাভ হয়েছিল?”

Leave a Comment

error: Content is protected !!