আদিম মানুষ জোট বেঁধেছিল কেন? জোট বাঁধার কি সুফল হয়েছিল বলে তােমার মনে হয়?
উত্তর:
আদিম মানুষের জোট বাঁধার কারণ:
[1] আত্মরক্ষার অভাব: আদিম মানুষ প্রথমদিকে একা থাকত। এ সময়ে সে বন্যজন্তুর আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে পারত না। তাই আত্মরক্ষার তাগিদে আদিম মানুষ জোট বেধেছিল।
[2] খাবার জোগাড়ের সুবিধা: আদিম মানুষ প্রথমে একা একা শিকার করে ও ফলমূল জোগাড় করে নিজের খাবারের অভাব মেটানাের চেষ্টা করত।
পরবর্তী সময়ে সকলে মিলে খাবার জোগাড় ও তা ভাগ করে নেওয়ার সুবিধার কারণে আদিম মানুষ জোট বাঁধে।
জোট বাঁধার সুফলসমূহ
[1] আত্মরক্ষার সুবিধা: জোট বাঁধার ফলে আদিম মানুষ একসাথে বসবাস শুরু করে। ফলে তারা সহজেই বন্যজন্তুর হঠাৎ আক্রমণের মােকাবিলা করতে পারে।
[2] খাদ্যের নিশ্চয়তা: জোট বাঁধার পর আদিম মানুষ একসঙ্গে শিকার করতে ও ফলমূল সংগ্রহে বের হয়। সংগৃহীত খাদ্য তারা মিলেমিশে ভাগ করে খেতে শেখে। ফলে খাদ্যের নিশ্চয়তা আগের থেকে অনেক বাড়ে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।