Class 6 Class 6 History আদিম মানুষ জোট বেঁধেছিল কেন? জোট বাঁধার কি সুফল হয়েছিল বলে তােমার মনে হয়?

আদিম মানুষ জোট বেঁধেছিল কেন? জোট বাঁধার কি সুফল হয়েছিল বলে তােমার মনে হয়?

আদিম মানুষ জোট বেঁধেছিল কেন? জোট বাঁধার কি সুফল হয়েছিল বলে তােমার মনে হয়?

উত্তর:

আদিম মানুষের জোট বাঁধার কারণ: 

[1] আত্মরক্ষার অভাব: আদিম মানুষ প্রথমদিকে একা থাকত। এ সময়ে সে বন্যজন্তুর আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে পারত না। তাই আত্মরক্ষার তাগিদে আদিম মানুষ জোট বেধেছিল। 

[2] খাবার জোগাড়ের সুবিধা: আদিম মানুষ প্রথমে একা একা শিকার করে ও ফলমূল জোগাড় করে নিজের খাবারের অভাব মেটানাের চেষ্টা করত। 

পরবর্তী সময়ে সকলে মিলে খাবার জোগাড় ও তা ভাগ করে নেওয়ার সুবিধার কারণে আদিম মানুষ জোট বাঁধে। 

জোট বাঁধার সুফলসমূহ

[1] আত্মরক্ষার সুবিধা: জোট বাঁধার ফলে আদিম মানুষ একসাথে বসবাস শুরু করে। ফলে তারা সহজেই বন্যজন্তুর হঠাৎ আক্রমণের মােকাবিলা করতে পারে। 

[2] খাদ্যের নিশ্চয়তা: জোট বাঁধার পর আদিম মানুষ একসঙ্গে শিকার করতে ও ফলমূল সংগ্রহে বের হয়। সংগৃহীত খাদ্য তারা মিলেমিশে ভাগ করে খেতে শেখে। ফলে খাদ্যের নিশ্চয়তা আগের থেকে অনেক বাড়ে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment