আদর্শ হিমবাহ সৃষ্টির পর্যায়গুলি আলােচনা করাে। 

আদর্শ হিমবাহ সৃষ্টির পর্যায়গুলি আলােচনা করাে।    Class 10 | Geography | 3 Marks

উত্তর:-

আদর্শ হিমবাহ সৃষ্টির পর্যায়সমূহ : সুউচ্চ পার্বত্য অঞল এবং শীতল মেরু অঞ্চলে তুষারপাত থেকে হিমবাহ সৃষ্টি হয় কয়েকটি পর্যায়ে। আদর্শ হিমবাহ সৃষ্টির পর্যায়গুলি হল—

1. নেভে : সাধারণত শীতপ্রধান অঞ্চলে পেজাতুলাের আকারে খুব হালকা তুষার বৃষ্টির মতাে ঝরে পড়ে। ভূমিতে স্তুূপাকারে জমে থাকা সেই আলগা তুষারকণাগুলিকে বলা হয় নেভে। 

2. ফার্ন : তুষারপাত আরও বেশি হলে তুষারের চাপে নীচের ভূমিসংলগ্ন তুষারের বা নেভের ঘনত্ব বেড়ে তা ক্রমশ জমাট হতে থাকে, একে বলে ফার্ন। 

3. বরফ : এরপর আরও বেশি তুষার সঞ্চিত হলে ওপরের চাপে নীচের ফার্ন কঠিন বরফে পরিণত হয়। 

4. হিমবাহ : জমাট বাঁধা কঠিন ব্রফের স্থূপ মাধ্যাকর্ষণ শক্তির টানে ধীরে ধীরে ভূমির ঢাল অনুসারে নিম্নভূমির দিকে নামতে থাকে এবং এইভাবে হিমবাহ তৈরি হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment