আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের কী কী সুবিধা হয়েছিল?
অথবা,
আগুনের ব্যবহারের ফলে মানুষের জীবনে কী কী পরিবর্তন এসেছিল ? Mark 3 | Class 6
উত্তর:-
আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের বেশকিছু সুবিধা হয়েছিল। পাশাপাশি মানুষের জীবনযাত্রারও কিছু পরিবর্তন হয়েছিল।
[1] নিরাপত্তার সুবিধা : গুহামুখে আগুন জ্বালিয়ে রেখে আদিম মানুষ হিংস্র জন্তুর আক্রমণ থেকে অনেকাংশে রক্ষা পেয়েছিল।
[2] খাদ্যের সুবিধা : আদিম মানুষ শিকার করা কাঁচা মাংস আগুনে পুড়িয়ে বা ঝলসে খেতে শিখেছিল। আগুনে ঝলসানাের ফলে মাংস নরম হত এবং খেতে সুবিধা হত।
[3] শীতের হাত থেকে রক্ষা : আগুন জ্বালিয়ে আদিম মানুষ শীতের তীব্রতা থেকে নিজেদেরকে রক্ষা করতে পেরেছিল।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।