ছড়া
—রবীন্দ্রনাথ ঠাকুর
আকাশ ঘিরে মেঘ করেছে
সূর্যি গেছে পাটে ।
খুকু গেলো জল আনিতে
পদ্মা দীঘির ঘাটে।
পদ্মা দীঘির কালো জলে
হরেক রকম ফুল।
হাঁটুর নিচে ঝুলছে খুকুর
গোছা ভরা চুল।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
এখানে এক জায়গায় লেখা হয়েছে-
সূয্যি গেছে ‘পাটে’
আরেক জায়গায় লেখে হয়েছে ‘পাঠে’।
কোনটি সঠিক ?
পাটে অর্থ কি ?
দুঃখিত, এখানে ‘পাটে’ লেখাটাই সঠিক হবে। ভুল করে ‘পাঠে’ লেখা হয়ে গিয়েছিল।