অক্ষাংশ ও দ্রাঘিমা অনুসারে ভারতের অবস্থান নির্ণয় করাে। Class 10 | Geography | 3 Marks
উত্তর:-
অক্ষাংশ অনুসারে ভারতের অবস্থান :
1. অক্ষাংশ অনুসারে ভারত উত্তর গােলার্ধে অবস্থিত।
2. ভারতের মূল ভূখণ্ড দক্ষিণে ৪°04’ উত্তর অক্ষাংশ (কন্যাকুমারী অন্তরীপ) থেকে উত্তরে 37°06′ উত্তর অক্ষাংশ (জম্মু ও কাশ্মীরের উত্তরসীমা) পর্যন্ত বিস্তৃত। গ্রেট নিকোবর দ্বীপের দক্ষিণ প্রান্তে পিগম্যালিয়ন পয়েন্ট বা ইন্দিরা পয়েন্ট ভারতের দক্ষিণতম স্থলবিন্দু 6°45′ উত্তর অক্ষাংশে অবস্থিত।
দ্রাঘিমা অনুসারে ভারতের অবস্থান:
1. দ্রাঘিমা অনুসারে ভারত পূর্ব গােলার্ধে অবস্থিত।
2. ভারতীয় ভূখণ্ড পূর্বে 97°25′ পূর্ব দ্রাঘিমা (অরুণাচল প্রদেশের পূর্বসীমা) থেকে পশ্চিমে 68°07′ পূর্ব দ্রাঘিমা (গুজরাতের পশ্চিমসীমা) পর্যন্ত বিস্তৃত।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।