অক্ষরবৃত্ত ছন্দ কী | অক্ষরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য গুলি লেখ 

অক্ষরবৃত্ত ছন্দ কী | অক্ষরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য গুলি লেখ 

Ans:

অক্ষরবৃত্ত ছন্দ : চরণের শুরু থেকে শেষ পর্যন্ত একটানা সুর বা ‘তান’-যুক্ত , ধীর লয়-আশ্রীত ,শােষণ – শক্তি সমন্বিত , ৮ বা ১০ মাত্রার পূর্ণ পর্বে গঠিত , সনাতন বাংলা রীতির যে-দুন্দে একক ও শব্দাপ্তস্থিত রুদ্ধ অঙ্করই দু-মাত্রার, তাকে বলে ‘অক্ষরবৃত্ত’ বা ‘তান প্রধান’ বা ‘মিশ্রকলাবৃত্ত ছন্দ।

অক্ষরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য :
(১) অক্ষরবৃত্ত বা তান প্রধান ছন্দের একটি প্রধান লক্ষণ , এর প্রতি চরণে , আরম্ভ থেকে শেষ পর্যন্ত , এক ধরনের সুর বা ‘তান’ স্পষ্ট অনুভূত হয় ।
(২) অক্ষরবৃত্ত বা জটিল কলামাত্রিক দৃন্দের দ্বিতীয় বৈশিষ্ট্য, এর লয় ধীর ।
(৩) অক্ষরবৃত্ত বা বিশিষ্ট কলামাত্রিক দৃন্দের তৃতীয় লঙ্কণ তার বিশিষ্ট মাত্রা গণনা পদ্ধতি ।
(৪) অক্ষরবৃত্তের চতুর্থ লক্ষণ , এর পূর্ণ পর্ব ৮ বা ১০ মাত্রার। 
(৫) অক্ষরবৃত্তের পঞ্চম বৈশিষ্ট্য , এর অসাধারন শােষণ শক্তি ।
(৬) অক্ষরবৃত্ত ছন্দ গদ্যের মতাে সরল ।

অক্ষরবৃত্ত ছন্দের উদাহরন :
পড়েছে তােমার পরে / প্রদীপ্ত বাসনা ।। ৮+৬
অর্ধেক মানবী তুমি, / অর্ধেক কল্পনা ৷ ৮+৬

সম্ভাব্য প্রশ্ন: 
(১) অক্ষরবৃত্ত ছন্দ বলতে কি বােঝ? অক্ষরবৃত্ত ছন্দের উদাহরণ সহ বৈশিষ্ট্য আলােচনা করাে
(২) তান-প্রধান বা পয়ারজাতীয় ছন্দ বলতে কি বােঝ? উদাহরণ সহ বুঝিয়ে দাও।

সহায়ক গ্রন্থ:
(১) বাঙলা ছন্দ-জীবেন্দ্র সিংহরায় ।
(২) বাংলা ছন্দঃ রূপ ও রীতি।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment