আক্রমণধর্মিতা প্রতিকারের উপায়গুলি সংক্ষেপে লেখাে।

আক্রমণধর্মিতা প্রতিকারের উপায়গুলি সংক্ষেপে লেখাে। Class 12 | Education (ভিন্ন ধরনের সক্ষমতার শিশুদের শিক্ষা) 4 Marks

উত্তর:-

আক্রমণধর্মিতা প্রতিকারের উপায় শিশুর আচরণে আক্রমণধর্মিতা লক্ষ করা গেলে দ্রুত তার প্রতিকারের ব্যবস্থা করতে হবে। এর জন্য যা যা করণীয়, সেগুলি হল— 

[1] কারণ নির্ণয়: শিশুর মধ্যে আক্রমণধর্মিতা দেখা দিলে প্রথমে তার কারণ নির্ণয় করা প্রয়ােজন। এর জন্য প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক বা পরামর্শদাতা শিক্ষার্থী এবং তার অভিভাবকের সঙ্গে আলােচনা করবেন। প্রয়ােজনবােধে হতাশা পরিমাপক অভীক্ষা ব্যবহার করা যেতে পারে। কেস স্টাডির (case study) সাহায্যেও আক্রমণধর্মিতার কারণ নির্ণয় করা যেতে পরে। 

[2] চাহিদার তৃপ্তি : কারণ নির্ণয়ের পরে যে সমস্ত চাহিদা অতৃপ্তির জন্য হতাশা দেখা দিয়েছে তার প্রতিটি পরিতৃপ্তির জন্য সাধ্যমতাে চেষ্টা করতে হবে। আন্তরিক স্নেহ ও সহানুভূতিমূলক আচরণের দ্বারা শিশুমন থেকে নিরাপত্তার অভাববােধ দূর করা প্রয়ােজন। 

[3] আত্মবিশ্বাস জাগ্রত করা: যে ক্ষেত্রে আত্মবিশ্বাস হারিয়ে ফেলার জন্য শিশু এইজাতীয় আচরণ করে, সেক্ষেত্রে তার আত্মবিশ্বাস যাতে ফিরে আসে, তার জন্য প্রয়ােজনীয় ব্যবস্থা অবলম্বন করা প্রয়ােজন। আত্মবিশ্বাস জাগ্রত করার জন্য যেসব পদ্ধতি গ্রহণ করা যেতে পারে, তা হল

i. খেলা চিকিৎসা : খেলার মধ্য দিয়ে আক্রমণধর্মিতায় আক্রান্ত শিক্ষার্থী খেলার বস্তু ছুড়ে বা ভেঙে ফেলে বা চাপ দিয়ে পুতুল ইত্যাদির আকার বিকৃত করে তার আক্রমণধর্মী আচরণ তৃপ্ত করার সুযােগ পায়। 

ii. অন্যান্য কৌশল : খেলা চিকিৎসা শ্রেণিকক্ষে প্রয়ােগযােগ্য কৌশল না হওয়ায় সেখানে অভিনয়, বিতর্ক, আবৃত্তি, সংগীত প্রভৃতি সহপাঠক্রমিক কার্যাবলিতে অংশগ্রহণের মাধ্যমে এর প্রতিকার বা চিকিৎসার ব্যবস্থা করা হয়।

iii. পরামর্শদান : অনেক সময় পরামর্শদান পদ্ধতি প্রয়ােগ করা হয়। বিদ্যালয়ে শ্রেণির কাজ সমাপ্ত হবার পর শিক্ষক-পরামর্শদাতা আক্রমধর্মী শিশুকে ব্যক্তিগতভাবে তার অসুবিধাগুলি বক্তব্যের। আকারে প্রকাশের স্বাধীনতা দেন। এই বক্তব্য প্রকাশের মধ্য দিয়েই তার অবদমিত ইচ্ছাগুলির বহিঃপ্রকাশ ঘটে। এ ছাড়া অনেক সময় দলগতভাবে কাজ করার ফলেও শিক্ষার্থী আক্রমধর্মী অচিরণ থেকে মুক্ত হতে পারে। সবশেষে মনে রাখতে হবে, গঠনমূলক এবং সৃজনমূলক কাজের মধ্য দিয়ে আক্রমণধর্মিতার চিকিৎসার ওপর গুরুত্ব আরােপ করতে হবে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!