আক্রমণধর্মিতার কারণ | আক্রমণধর্মিতার কারণগুলি সংক্ষেপে লেখাে

আক্রমণধর্মিতার কারণ
অথবা, আক্রমণধর্মিতার কারণগুলি সংক্ষেপে লেখাে
Class 12 | Education (ভিন্ন ধরনের সক্ষমতার শিশুদের শিক্ষা) 4 Marks

উত্তর:-

আক্রমণধর্মিতা কারণ ও প্রতিকার: শিক্ষার্থীরা যখন কোনােরকম গুরুতর কারণ ছাড়াই অন্য সহপাঠীদের আক্রমণ করে, মারধর করে বা তাদের প্রতি নিষ্ঠুর আচরণ করে, তখন শিক্ষার্থীর আচরণটিকে আক্রমণধর্মিতা বলে আখ্যা দেওয়া হয়। 

আক্রমণধর্মিতার কারণ

আক্ৰমণধর্মিতার কারণগুলিকে দু-ভাগে ভাগ করা যায়—

[1] ব্যক্তিগত কারণ:

সাধারণত শিশুর কোনাে ইচ্ছাপূরণ না হলে, তার মধ্যে হতাশা দেখা যায়। এই হতাশার প্রতিক্রিয়া বিভিন্নভাবে ঘটতে পারে, যার মধ্যে অন্যতম হল আক্ৰমণধর্মিতা! হতাশার বহিঃপ্রকাশ হিসেবে সে অন্যকে আক্ৰমণ করে, জিনিসপত্র ভাঙে, গুরুজনদের প্রতি অশালীন আচরণ করে ইত্যাদি।

এ ছাড়াও ব্যক্তিগত কারণ হিসেবে আরও কয়েকটি কথা উল্লেখ করা যায়, যেমন—ADHD (Attention Deficit Hyperactivity Disease), বাবা-মায়ের অবহেলা, অতিরিক্ত শাসন ইত্যাদি। মাদক বা নিষিদ্ধবস্তু গ্রহণের ফলেও অনেকে আক্রমণাত্মক হয়ে ওঠে। অনেকসময় মস্তিষ্কে আঘাতজনিত কারণেও এমন হতে পারে।

[2] বিদ্যালয়ভিত্তিক কারণ: 

i. শিক্ষকের অবহেলা ও পক্ষপাতদুষ্টতা: শিক্ষকের অবহেলা এবং পক্ষপাতদুষ্ট আচরণ, জাতপাত তুলে কথা বলা ইত্যাদি কারণে শিক্ষার্থীদের মধ্যে আক্রমণধর্মিতা প্রকাশ পেতে পারে। 

ii. শিক্ষার্থীদের কাছে অধিক প্রত্যাশা: শিক্ষার্থীদের কাছে শিক্ষকের অত্যধিক, এবং অবাস্তব প্রত্যাশাও আক্রমণধর্মিতার বিদ্যালয়ভিত্তিক কারণ।

iii. বাবা-মায়ের অবহেলা এবং শিক্ষকের পারিবারিক অশান্তি: শ্রেণিকক্ষে আক্রমণধর্মিতার কারণ বিশ্লেষণে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে, বাবা-মায়ের অবহেলা এবং নিষ্ঠুর আচরণই হল এর উৎস। শিক্ষকগণও অনেক সময় তাদের পারিবারিক জীবনের অশান্তি ও হতাশা শ্রেণিকক্ষের শিক্ষার্থীদের প্রতি নিষ্ঠুর আচরণের মাধ্যমে প্রকাশ করেন, যার ফলে শিক্ষার্থীরাও আক্রমণাত্মক হয়ে ওঠে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!