অমাধ্যম অনুমানের স্বরূপ বা প্রকৃতি আলােচনা করাে। 

অমাধ্যম অনুমানের স্বরূপ বা প্রকৃতি আলােচনা করাে।    Class 12 | Philosophy (দর্শন) | 8 Marks

উত্তর:-

অমাধ্যমযুক্তির স্বরুপবা প্রকৃতি: অমাধ্যম অনুমানের স্বরূপ বা প্রকৃতিকে নিম্নেকভাবে ব্যাখ্যা করা যায়— 

[1] অমাধ্যম অনুমানে যুক্তিবাক্যের সংখ্যা একটি। সেখানে মাধ্যমকারী বা সাহায্যকারী দ্বিতীয় কোনাে যুক্তিবাক্য থাকে না। 

[2] অমাধ্যম অনুমানে সিদ্ধান্তটি যুক্তিবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়। সিদ্ধান্তে তাই এমন কোনাে বিষয়ের অনুমান করা হয় না—যা যুক্তিবাক্যের মধ্যে নেই। 

[3] অমাধ্যম অনুমানে সিদ্ধান্তটি কখনােই যুক্তিবাক্যের চেয়ে ব্যাপকতর নয়। অর্থাৎ, সিদ্ধান্তের বক্তব্য বিষয়টি কখনােই যুক্তিবাক্যের বক্তব্য বিষয়কে অতিক্রম করে না।

[4] অমাধ্যম অনুমানে পদের সংখ্যা হল মােট দুটি—উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ। এই দুটি পদ ছাড়া তৃতীয় কোনাে পদের উল্লেখ করা যায় না। 

[5] অমাধ্যম অনুমানের যুক্তিবাক্যে যে দুটি পদের উল্লেখ করা হয়, সেই দুটি পদকেই সিদ্ধান্তেও উপস্থাপিত করা হয়। যুক্তিবাক্যে এবং সিদ্ধান্তে পদের সংখ্যা তাই একই। 

[6] অমাধ্যম অনুমানে সরাসরিভাবেই যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটি প্রতিষ্ঠি হয়। সে কারণেই সিদ্ধান্তটি নিশ্চিতরূপে গণ্য হয়। 

[7] অমাধ্যম অনুমানে একটিমাত্র যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটিকে প্রতিষ্ঠা করাহয়বলে, অমাধ্যম অনুমানের প্রয়ােগের ক্ষেত্রটি অত্যন্ত সংকীর্ণরূপেগণ্য। 

[8] অমাধ্যম অনুমান বিভিন্ন প্রকারের হতে পারে। সেকারণেই অমাধ্যম। অনুমানের নিয়মগুলি তার প্রকারভেদের ওপর নির্ভর করে। 

[9] অমাধ্যম অনুমানে বিরুদ্ধ পদেরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। অর্থাৎ, যুক্তিবাক্যে যে দুটি পদের উল্লেখ করা হয়, সিদ্ধান্তে অনেক সময় তার বিরুদ্ধ পদকেও স্বীকার করে নেওয়া হয়।

[10] অমাধ্যম অনুমানের ক্ষেত্রে আকার এবং অর্থ—উভয়েরই ওপর সবিশেষ গুরুত্ব দেওয়া হয় অর্থাৎ, অমাধ্যম অনুমানে আকারের ভিন্নতাকে স্বীকার করে নিয়েও অর্থের বিষয়টিকে একই রাখা হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!