আংশিক দৃষ্টিশক্তিসম্পন্ন শিশু কাদের বলে? এই ধরনের দৃষ্টিশক্তিসম্পন্ন শিশুদের শিক্ষণ পদ্ধতি আলােচনা করাে | 1 +3 Class 12 | Education (শিক্ষাবিজ্ঞান) | 4 Marks
উত্তর:-
আংশিক দৃষ্টিশক্তিসম্পন্ন শিশু : যেসব শিশুদের দৃষ্টিশক্তি স্বাভাবিক শিশুদের থেকে দুর্বল এবং যারা বড়াে হরফের ছাপানাে লেখা পড়তে পারে, কিংবা বিশেষ পরিস্থিতিতে কিছু কিছু সাধারণ হরফের লেখাও পড়তে পারে, তাদের বলা হয় আংশিক দৃষ্টিশক্তিসম্পন্ন শিশু।
আংশিক দৃষ্টিশক্তিসম্পন্ন শিশুদের শিক্ষণ পদ্ধতি : আংশিক দৃষ্টিশক্তিসম্পন্ন শিশুদের শিক্ষাদানের ক্ষেত্রে যেসব শিখন পদ্ধতির সাহায্য নেওয়া হয়, তা নীচে আলােচনা করা হল—
[1] চশমা ব্যবহারের দ্বারাশিখন: আংশিক দৃষ্টিশক্তিসম্পন্ন শিশুদের শিক্ষার জন্য ফ্রেশনেল লেন্স, গ্যালিলিয়ান চশমা প্রভৃতি ব্যবহার করা হয়। এ ছাড়া এই শিশুদের শ্রেণিকক্ষের প্রথম সারিতে বসিয়ে পড়ানাের ব্যবস্থা করা হয়।
[2] বড়াে হরফের বইয়ের ব্যবহারের দ্বারা শিখন; আংশিক দৃষ্টিশক্তিসম্পন্ন শিশুদের শিক্ষাদানের সময় বড়াে হরফে ছাপানাে বই ব্যবহার করা হয়। স্বাভাবিক শিশুদের জন্য ব্যবহৃত বইয়ে ছাপানাে অক্ষরগুলি যেখানে 10 পয়েন্টের হয়, সেখানে আংশিক দৃষ্টিশক্তিসম্পন্ন শিশুদের জন্য 18 পয়েন্ট থেকে 24 পয়েন্ট-বিশিষ্ট অক্ষরে ছাপা বই ব্যবহৃত হয়।
[3] দর্শনে সহায়ক যন্ত্রের ব্যবহারের দ্বারা শিখন: এই পদ্ধতিতে উন্নতমানের লেন্স অথবা বৃহদীকরণের জন্য ব্যবহৃত বিভিন্ন প্রকার যন্ত্রের সাহায্যে শিক্ষাদান করা হয়।
[4] শুতিসহায়ক উপকরণের ব্যবহারের দ্বারা শিখুন : সুতি সহায়ক উপকরণ বলতে সাধারণত ফোনােগ্রাম, টকিং মেশিন, টকিং বুক, টেপরেকর্ডার, অডিয়াে ক্যাসেট প্রভৃতিকে বােঝায়। এইসব উপকরণের সাহায্যে আংশিক দৃষ্টিশক্তিসম্পন্ন শিশুদের পড়ানাের ব্যবস্থা করা হয়।
[5] শ্রেণিকক্ষে কিছু কৌশল প্রয়ােগ : আংশিক দৃষ্টিশক্তিসম্পন্ন শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে সামনের সারিতে বসাবার ব্যবস্থা করা প্রয়ােজন, যাতে তারা ব্ল্যাকবাের্ডের লেখা দেখতে পায়। ব্ল্যাকবাের্ড দেখার সময় জানালার বাইতে যাতে মাঝে মাঝে তাকায়, সে ব্যাপারে উৎসাহ দিতে হবে। ব্ল্যাকবাের্ডে লেখার সময় শিক্ষক উচ্চারণ করে এবং বড়াে হরফে লিখবেন।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।