অন্তরাবর্তন বা বিপরিবর্তন কী? উদাহরণ সহযােগে অন্তরাবতনের বিষয়টি উল্লেখ করাে।

অন্তরাবর্তন বা বিপরিবর্তন কী? উদাহরণ সহযােগে অন্তরাবতনের বিষয়টি উল্লেখ করাে। 2+6     Class 12 | Philosophy (দর্শন) | 8 Marks

উত্তর:-

অন্তরাবর্তন বা বিপরিবর্তন : যে অমাধ্যম অনুমানের ক্ষেত্রে যুক্তিবাক্যের উদ্দেশ্যের বিরুদ্ধ পদকে উদ্দেশ্য হিসেবে গ্রহণ করে সিদ্ধান্ত হিসেবে একটি নতুন বচন প্রতিষ্ঠা করা হয়, তাকেই বলে অন্তরাবর্তন বা বিপরিবর্তন (inversion)। এটিও নতুন কোনাে রীতি নয়।

আবর্তন ও বিবর্তনের যুক্ত প্রয়ােগের ফলে এর উদ্ভব হয়েছে। অন্তরাবর্তনকে তাই কোনাে নতুন প্রক্রিয়া বলা যায় না।

উদাহরণ সহ অন্তৱাবর্তনের প্রকার : অন্তরাবর্তন যা বিপরিবর্তন হল দুই প্রকারের —
[1] পূর্ণ অন্তরাবর্তন (complete inversion) 
[2] আংশিক অন্তরাবর্তন (partial inversion) 
পূর্ণ অন্তরাবর্তনের ক্ষেত্রে সিদ্ধান্তের বিধেয় পদটি যুক্তিবাক্যের বা প্রদত্ত বচনের বিরুদ্ধ পদ হয়। কিন্তু আংশিক অন্তরবর্তনের ক্ষেত্রে যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের বিধেয় এক হবে।

অন্তরাবর্তনের যুক্তিবাক্যকে অন্তরাবর্তনীয় বলা হয়, আর সিদ্ধান্তকে বলা হয় অন্তরাবর্তিতা। 

উদাহরণ


মূল বচন :

সকল দর্শিনিক হয় চিন্তাবিদ (A)।(মূল বচন)

মূল বচনের বিবর্তন: 

কোনাে দার্শনিক নয় অ-চিন্তাবিদ (E)। (বিবর্তিত)।

বিবর্তিতের আবর্তন: 

কোনাে অ-চিন্তাবিদ নয় দার্শনিক (E)। (আবর্তিত)

আবর্তিতের বিবর্তন : 

সকল অ-চিন্তাবিদ হয় অ-দার্শনিক (A)। (বিবর্তিত)

বিবর্তিতের আবর্তন : 

কোনাে কোনাে অ-দার্শনিক হয় অ-চিন্তাবিদ (I)।

ব্যাখ্যা 

এটি হল পূর্ণ অন্তরাবর্তন | এখানে দেখা যায় যে, মূল বচনের বিধেয় পদ তথা চিন্তাবিদ পদটির বিরুদ্ধ পদ অ-চিন্তাবিদ পদটি সিদ্ধান্ডের বিধেয়রূপে গণ্য হয়েছে। এর ফলে এটি পূর্ণ অন্তরাবর্তনের মর্যাদালাভ করেছে |

কিন্তু শেষের বচনটি তথা (1) বচনটির যদি আবার বিবর্তন করা হয়। দি তাহলে যা পাওয়া যায়, তা হল কোনাে কোনাে অ-দার্শনিক নয়। চিন্তাবিদ (O) |

এটি হল একটি আংশিক অন্তরাবর্তন। কারণ, এখানে মূল বচনের বিধেয় পদটি এবং সিদ্ধান্তের বিধেয় পদটি একই হয়েছে। এর ফলে এটি একটি আংশিক অন্তরাবর্তনের মর্যাদা পেয়েছে। 

পূর্ণ ও আংশিক অন্তরাবর্তনের বিষয় দুটিকে নীচের বাচনিক আকারে উল্লেখ করা যায়— 

সাংকেতিক উদাহরণ


মূল বচন :

সকল S হয় P(A) (মূল বচন)

মূল বচনের বিবর্তন :

কোনাে S নয় P (E) (বিবর্তিত)

বিবর্তিতের আবর্তন :

কোনাে অ-P নয় s (E) (আবর্তিত)

আবর্তিতের বিবর্তন :

সকল অ-P নয় অs (A) (বিবর্তিত)

বিবর্তিতের আবর্তন :

কোনাে কোনাে অ-S হয় অ-P (I) (পূণ অন্তরাবর্তন)

আবর্তিতের বিবর্তন :

কোনাে কোনাে অ-S নয় P (O) (আংশিক অন্তরাবর্তন)

 

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment