আন্তর্জাতিক সড়কপথ কী? এর গুরুত্ব কতখানি? 1+2 Class 10 | Geography | 3 Marks‘
উত্তর:-
আন্তর্জাতিক সড়কপথ: যেসব সড়কপথ অনেকগুলি দেশের মধ্য দিয়ে প্রসারিত হয়েছে, সেইসব সড়কপথকে আন্তর্জাতিক সড়কপথ (International Roadways) বলে।
উদাহরণ : ভারতের আন্তর্জাতিক সড়কপথের মধ্যে উল্লেখযােগ্য হল—AH 42 (চিনের ল্যানঝু থেকে ভারতের বারহি), AH 48 (ভুটানের ফুন্টশােলিং থেকে ভারতের চ্যাংরাবান্ধা পর্যন্ত) প্রভৃতি। এগুলি এশিয়ান হাইওয়ে বা গ্রেট এশিয়ান হাইওয়ে নামে পরিচিত।
আন্তর্জাতিক সড়কপথের গুরুত্ব :
1. বিভিন্ন দেশের মধ্যে সম্পর্ক স্থাপন: আন্তর্জাতিক সড়কপথগুলি যতগুলি দেশের মধ্য দিয়ে যায়, সেইসব দেশের মধ্যে ভালাে সম্পর্ক গড়ে ওঠে।
2. সাংস্কৃতিক ভাবনার আদানপ্রদান: এইসব সড়কপথের মাধ্যমে প্রতিবেশী দেশগুলির মধ্যে সাংস্কৃতিক ভাবনার আদানপ্রদান ঘটে।
3. পণ্য ও যাত্রী পরিবহণ বৃদ্ধি: আন্তর্জাতিক সড়কপথের মাধ্যমে পণ্য ও যাত্রী পরিবহণ বাড়ে।
4. শিল্পোন্নয়ন: আন্তর্জাতিক সড়কপথ ধরেই সব দেশগুলির মধ্যে শিল্পোন্নতি ঘটতে পারে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।