Class 12 Class 12 Education অনুরাগ বা আগ্রহের সংজ্ঞা দাও। এর শ্রেণিবিভাগ করাে।

অনুরাগ বা আগ্রহের সংজ্ঞা দাও। এর শ্রেণিবিভাগ করাে।

অনুরাগ বা আগ্রহের সংজ্ঞা দাও। এর শ্রেণিবিভাগ করাে। Class 12 | Education (শিক্ষাবিজ্ঞান) | 8 Marks

উত্তর:-

অনুরাগ বা আগ্রহের সংজ্ঞা 

আগ্রহ একটি মানসিক প্রক্রিয়া। আগ্রহকে ব্যাখ্যা করতে গিয়ে মনােবিজ্ঞানীরা বিভিন্ন সংজ্ঞার উল্লেখ করেছেন। 

মনােবিজ্ঞানীর নামআগ্রহের সংজ্ঞা
জোনস (Jones)আগ্রহ বলতে আমরা বুঝি বাস্তব বা কাল্পনিক কোনাে বস্তু বা অবস্থার প্রতি আনন্দের অনুভূতি, যা ব্যক্তিকে কিছু করতে উদ্বুদ্ধ করে।
বিংহাম (Bingham)আগ্রহ হল একপ্রকারের মানসিক অবস্থা, যা ব্যক্তিকে কোনাে কাজে মনােনিবেশ করতে ও সেইকাজ চালিয়ে যেতে প্রেরণা জোগায়।
ড্রেভার (Drever)অনুরাগ বা আগ্রহ হল গতিশীল মনােভাব।
ম্যাকডুগাল (McDougall)অনুরাগ হল সুপ্ত মনােযােগ।

ওপরের সংজ্ঞাগুলিকে বিশ্লেষণ করে আগ্রহ বা অনুরাগের একটি কার্যকরী সংজ্ঞা দেওয়া যেতে পারে। আগ্রহ হল একটি মানসিক সংগঠন, যা ব্যক্তিকে কোনাে কাজে তার পছন্দের অনুভূতি বুঝতে, তাকে সেই কাজে মনােনিবেশ করতে এবং কার্য সম্পাদন করতে প্রেরণা জোগায়।

অনুরাগ বা আগ্রহের শ্রেণিবিভাগ 

অনুরাগ বা আগ্রহকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। স্থায়িত্বের দিক। অনুরাগ প্রধানত দুইপ্রকার। যথা– [1] ক্ষণস্থায়ী অনুরাগ ও [2] দীছ অনুরাগ।

[1] ক্ষণস্থায়ী অনুরাগ: কোনাে একটি বিশেষ উদ্দেশ্য পূরণের জন্য অনুরাগ দেখা যায়, তাকে ক্ষণস্থায়ী অনুরাগ বলে। উদ্দেশ্যপূরণের পর অনুরাগ অন্তর্হিত হয়। 

[2] দীর্ঘস্থায়ী অনুরাগ: জ্ঞান অর্জন বা অভিজ্ঞতা লাভের জন্য অনুরাগকে দীর্ঘস্থায়ী অনুরাগ বলে।

ক্ষণস্থায়ী ও দীর্ঘস্থায়ী অনুরাগ ছাড়াও কোনাে কোনাে মনােবিজ্ঞান অনুরাগকে প্রকৃতি অনুযায়ী [1] সহজাত ও [2] অর্জিত—এই দুই ভাগে ভাগ করেছেন।

[1] সহজাত অনুরাগ: যেসব অনুরাগ জন্মগতসূত্রে প্রাপ্ত হয়, তাদের সহজাত অনুরাগ বলে। যেমন—খাদ্যগ্রহণের প্রতি অনুরাগ, খেলাধুলার প্রতি অনুরাগ ইত্যাদি।

[2] অর্জিত অনুরাগ: যেসব অনুরাগ মনােভাব, সেন্টিমেন্ট, শিক্ষা, অভ্যাস প্রভৃতি থেকে সৃষ্টি হয়, তাদের অর্জিত অনুরাগ বলে। যেমন—ডাক্তারের রুগির প্রতি অনুরাগ, অভিনেতাদের দর্শকের প্রতি অনুরাগ৷

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!