অরণ্য ধ্বংসের কারণগুলি আলােচনা করাে। Class 10 | Geography | 5 Marks
উত্তর:
অরণ্যবংসের কারণ ভারতে অরণ্য ধ্বংসের কারণগুলিকে দুটি ভাগে ভাগ করা যায় —
a . প্রাকৃতিক কারণ এবং b . মানুষের ক্রিয়াকলাপ।
a. প্রাকৃতিক কারণ: যেসব প্রাকৃতিক কারণে ভারতে অরণ্যভূমি ধ্বংস হয়, সেগুলি হল —
1. দাবানল: গাছের শুকনাে ডালে ঘষা লেগে বা বজ্রপাতের মাধ্যমে | অরণ্যে বিধ্বংসী আগুন লাগে, যাকে দাবানল বলে। ছােটোনাগপুর মালভূমি অঞ্চলের অনেক অরণ্য এইভাবে ধ্বংস হয়েছে।
2. ঝড়ঝঞা: টর্নেডাে বা সাইক্লোনের মতাে বিধ্বংসী ঝড়ের প্রকোপে অরণ্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
3. ভূমিধস: ভূমিধস অরণ্য বিনাশের অন্যতম কারণ হিমালয় | পার্বত্য অঞ্চলের বহু অরণ্য ভূমিধসের জন্য ধ্বংস হয়ে গেছে।
4.আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত; আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলেও বহু অরণ্য ধ্বংসপ্রাপ্ত হয়। আন্দামানের উত্তরে ব্যারেন দ্বীপে অগ্ন্যুৎপাতের কারণে অরণ্যের যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে।
5. কীটপতঙ্গের আক্রমণ: কীটপতঙ্গ ও পঙ্গপালের আক্রমণে। উত্তর-পশ্চিম ভারতের বহু অরণ্য যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।
b. মানুষের ক্রিয়াকলাপের ফলে অরণ্যের বিনাশ
1. নির্বিচারে গাছ কাটা: কাঠের বিভিন্ন প্রয়ােজন মেটাতে নির্বিচারে গাছ কাটা হয় এবং এর ফলে অরণ্য ধ্বংস হয়।
2. বনভূমিকে কৃষিভূমিতে রুপান্তর: ক্রমবর্ধমান জনসংখ্যার বিপুল পরিমাণ খাদ্য ও অন্যান্য ফসলের চাহিদা মেটাতে ক্রমাগত অরণ্যভূমি ধ্বংস করে তাকে কৃষিভূমিতে পরিণত করা হচ্ছে। ফলে অরণ্যের পরিমাণ ক্রমশই কমে আসছে।
3. জনবসতির বিস্তার: দ্রুতবর্ধমান জনসংখ্যার প্রয়ােজনীয় বাসস্থান ও রাস্তাঘাট নির্মাণের জন্য প্রতি বছর ব্যাপকহারে অরণ্য বিনষ্ট করা হয়।
4. স্থানান্তর কৃষি: উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে পার্বত্য অঞলে স্থানান্তর কৃষির (যেমন, ঝুমচাষ) মাধ্যমে বিপুল পরিমাণ অরণ্য ধ্বংস হয়।
5. জ্বালানির চাহিদা: গৃহস্থালির জ্বালানির চাহিদা মেটানাের জন্য অরণ্য ধ্বংস করা হয়।
6. পশুচারণ ক্ষেত্রের সম্প্রসারণ : গুজরাত, রাজস্থান, মহারাষ্ট্র প্রভৃতি রাজ্যের বহু জায়গায় অরণ্যভূমি পরিষ্কার করে নতুন নতুন পশুচারণ ক্ষেত্র গড়ে তােলা হয়েছে এবং বহু সংরক্ষিত অরণ্যেও পশুচারণের অনুমতি দেওয়া হচ্ছে। এসবের ফলেও অরণ্যের বিনাশ ঘটে চলেছে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
বৃক্ষ ছেদন রোধ করব কি করে
গাছ লাগিয়ে
It was absolutely full of information…….It will help students a lot……. THANK YOU