অরণ্য ধ্বংসের কারণগুলি আলােচনা করাে।

অরণ্য ধ্বংসের কারণগুলি আলােচনা করাে। Class 10 | Geography | 5 Marks

উত্তর:

অরণ্যবংসের কারণ ভারতে অরণ্য ধ্বংসের কারণগুলিকে দুটি ভাগে ভাগ করা যায় — 

a . প্রাকৃতিক কারণ এবং b . মানুষের ক্রিয়াকলাপ। 

a. প্রাকৃতিক কারণ: যেসব প্রাকৃতিক কারণে ভারতে অরণ্যভূমি ধ্বংস হয়, সেগুলি হল —

1. দাবানল: গাছের শুকনাে ডালে ঘষা লেগে বা বজ্রপাতের মাধ্যমে | অরণ্যে বিধ্বংসী আগুন লাগে, যাকে দাবানল বলে। ছােটোনাগপুর মালভূমি অঞ্চলের অনেক অরণ্য এইভাবে ধ্বংস হয়েছে। 

2. ঝড়ঝঞা: টর্নেডাে বা সাইক্লোনের মতাে বিধ্বংসী ঝড়ের প্রকোপে অরণ্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। 

3. ভূমিধস: ভূমিধস অরণ্য বিনাশের অন্যতম কারণ  হিমালয় | পার্বত্য অঞ্চলের বহু অরণ্য ভূমিধসের জন্য ধ্বংস হয়ে গেছে। 

4.আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত; আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলেও বহু অরণ্য ধ্বংসপ্রাপ্ত হয়। আন্দামানের উত্তরে ব্যারেন দ্বীপে অগ্ন্যুৎপাতের কারণে অরণ্যের যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে। 

5. কীটপতঙ্গের আক্রমণ: কীটপতঙ্গ ও পঙ্গপালের আক্রমণে। উত্তর-পশ্চিম ভারতের বহু অরণ্য যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। 

b. মানুষের ক্রিয়াকলাপের ফলে অরণ্যের বিনাশ

1. নির্বিচারে গাছ কাটা: কাঠের বিভিন্ন প্রয়ােজন মেটাতে নির্বিচারে গাছ কাটা হয় এবং এর ফলে অরণ্য ধ্বংস হয়। 

2. বনভূমিকে কৃষিভূমিতে রুপান্তর: ক্রমবর্ধমান জনসংখ্যার বিপুল পরিমাণ খাদ্য ও অন্যান্য ফসলের চাহিদা মেটাতে ক্রমাগত অরণ্যভূমি ধ্বংস করে তাকে কৃষিভূমিতে পরিণত করা হচ্ছে। ফলে অরণ্যের পরিমাণ ক্রমশই কমে আসছে। 

3. জনবসতির বিস্তার: দ্রুতবর্ধমান জনসংখ্যার প্রয়ােজনীয় বাসস্থান ও রাস্তাঘাট নির্মাণের জন্য প্রতি বছর ব্যাপকহারে অরণ্য বিনষ্ট করা হয়। 

4. স্থানান্তর কৃষি: উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে পার্বত্য অঞলে স্থানান্তর কৃষির (যেমন, ঝুমচাষ) মাধ্যমে বিপুল পরিমাণ অরণ্য ধ্বংস হয়।

5. জ্বালানির চাহিদা: গৃহস্থালির জ্বালানির চাহিদা মেটানাের জন্য অরণ্য ধ্বংস করা হয়। 

6. পশুচারণ ক্ষেত্রের সম্প্রসারণ : গুজরাত, রাজস্থান, মহারাষ্ট্র প্রভৃতি রাজ্যের বহু জায়গায় অরণ্যভূমি পরিষ্কার করে নতুন নতুন পশুচারণ ক্ষেত্র গড়ে তােলা হয়েছে এবং বহু সংরক্ষিত অরণ্যেও পশুচারণের অনুমতি দেওয়া হচ্ছে। এসবের ফলেও অরণ্যের বিনাশ ঘটে চলেছে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

2 thoughts on “অরণ্য ধ্বংসের কারণগুলি আলােচনা করাে।”

Leave a Comment