অরুণাচল প্রদেশের জনঘনত্ব কম কেন? 

অরুণাচল প্রদেশের জনঘনত্ব কম কেন?   Class 10 | Geography | 3 Marks

উত্তর:-

অরুণাচল প্রদেশের জনঘনত্ব কম হওয়ার কারণ: ভারতের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে অরুণাচল প্রদেশের জনবসতির ঘনত্ব সবথেকে কম। এখানে প্রতি বর্গকিলােমিটারে 17 জন লােক বসবাস করে। এই রাজ্যটির জনঘনত্ব এরূপ কম হওয়ার পিছনে বেশ কিছু প্রাকৃতিক ও আর্থসামাজিক কারণ রয়েছে, যেমন—

1. বন্ধুর ও পর্বতময় ভূপ্রকৃতি : এখানকার বেশিরভাগ ভূমিই বন্ধুর এবং পর্বতময়। ফলে যে-কোনাে ধরনের অর্থনৈতিক কাজকর্ম গড়ে তুলতে অসুবিধা হয়। 

2. অনুর্বর মুক্তিকা: পর্বতময় ঢালু ভূপ্রকৃতির জন্য বেশিরভাগ জায়গায় মৃত্তিকা অগভীর এবং অনুর্বর। ফলে কৃষিকাজ ভালাে হয় না।

3. প্রতিকুল জলবায়ু: এখানকার জলবায়ু শীতল এবং আর্দ্র প্রকৃতির এই আর্দ্র ও স্যাতসেঁতে জলবায়ু জীবনধারণের জন্য অনুপযুক্ত। 

অন্যান্য কারণ :

1. গভীর অরণ্য: এখানকার ভুমির বেশিরভাগ অংশই গভীর অরণ্যে ঢাকা। গভীর অরণ্য মানুষের জীবনযাত্রার ওপর প্রতিকূল প্রভাব ফেলে। 

2. শিল্পের কাঁচামাল ও শক্তিসম্পদের অভাব: কৃষিভিত্তিক ও খনিজভিত্তিক কাঁচামাল ও শক্তিসম্পদের অভাবে এখানে শিল্পের বিকাশ সম্ভব হয়নি। 

3. অনুন্নত পরিবহণ ব্যবস্থা: এই অঞ্চলটি সড়ক কিংবা রেলপথ পরিবহণে তেমন উন্নত নয়। তেমনই বিমান ও জলপথে পরিবহণ ব্যবস্থাও খুবই অপ্রতুল।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment