দশম শ্রেনী (মাধ্যমিক) অসহযােগ আন্দোলন পর্বে কৃষক আন্দোলনের বিবরণ দাও। অথবা, অসহযােগ আন্দোলনে কৃষক শ্রেণির অবদান আলােচনা করাে।

অসহযােগ আন্দোলন পর্বে কৃষক আন্দোলনের বিবরণ দাও। অথবা, অসহযােগ আন্দোলনে কৃষক শ্রেণির অবদান আলােচনা করাে। 

অসহযােগ আন্দোলন পর্বে কৃষক আন্দোলনের বিবরণ দাও। অথবা, অসহযােগ আন্দোলনে কৃষক শ্রেণির অবদান আলােচনা করাে।   4 Marks/Class 10

উত্তর:

ভূমিকা : অসহযােগ আন্দোলন শুধু শহুরে মধ্যবিত্ত বুদ্ধিজীবী ও ছাত্রসমাজের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, কৃষক ও শ্রমিকশ্রেণিও এই আন্দোলনে শামিল হয়ে অসহযােগ আন্দোলনকে গণ আন্দোলনে পরিণত করে।

১) বাংলায় কষকদের ভূমিকা : কংগ্রেস নেতা দেশপ্রাণ। বীরেন্দ্রনাথ শাসমলের নেতৃত্বে মেদিনীপুরের কৃষকরা সরকারকে খাজনা দেওয়া বন্ধ করে এক ইউনিয়ন বাের্ড বিরােধী আন্দোলন গড়ে তােলে। বাংলার পাবনা, বগুড়া, বীরভূমের রামপুরহাটে সরকারি জমি-জরিপের কাজ বয়কট করা হয়। কুমিল্লা, রাজশাহী, রংপুর এবং দিনাজপুরের মুসলিম কৃষকরাও অসহযােগ আন্দোলনে শামিল হয়। বহিরাগত দিকু’দের শােষণের বিরুদ্ধে বাঁকুড়া, ঝাড়গ্রামের আদিবাসীরাও আন্দোলনে যােগ দেয়। 

২) অযােধ্যায় কৃষক আন্দোলন : দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব অযােধ্যায় বাবা রামচন্দ্রের নেতৃত্বে যে কৃষক আন্দোলন সংগঠিত হয় (১৯২০ খ্রিস্টাব্দ) ক্রমে তা রায়বেরিলি, প্রতাপগড়, ফৈজাবাদ ও সুলতানপুরে ছড়িয়ে পড়ে। উত্তর অযােধ্যায় ১৯২১-২২ খ্রিস্টাব্দে মাদারি পাশির নেতৃত্বে একা’ আন্দোলনেও অসহযােগ সত্যাগ্রহের প্রতি সমর্থন উচ্চারিত হয়েছিল। 

৩) অপ্রদেশে কৃষক আন্দোলন : অন্ধ্রপ্রদেশের রায়চোটি তালুক (কুড়াপ্পা) ও পালান্ড তালুকে (গুন্টুর রেখা) যে সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়, তাতেও খাজনা হ্রাস ও অরণ্য আইন বাতিলের দাবিতে কৃষকরা আন্দোলনে সমবেত হয়। 

৪) বিহারে কৃষক আন্দোলন : বিহারে জমিদারদের জুলুম ও বাড়তি খাজনার বিরুদ্ধে দ্বারভাঙ্গা, ভাগলপুর, মজফফরপুর, পূর্ণিয়া, মুঙ্গের প্রভৃতি অঞ্চলে কৃষক আন্দোলন ছড়িয়ে পড়ে। 

৫) কেরালার মালাবার অল : অসহযােগ আন্দোলনের সময় খিলাফত ও কংগ্রেসি নেতাদের কাছে অনুপ্রেরণা পেয়ে মালাবারের মােপলা কৃষকরা কৃষক আন্দোলনের জিগির তােলেন। 

উপসংহার : অসহযােগ আন্দোলনের সময় বেশ কিছু কৃষক আন্দোলন ছিল স্বতঃস্ফূর্ত এবং এগুলির সঙ্গে গান্ধিবাদী জাতীয় আন্দোলনের সরাসরি যােগসূত্র ছিল না।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!