আত্মকথা রামকিঙ্কর বেইজ প্রশ্ন উত্তর | Attokotha Class 7 Question Answer | Wbbse

প্রিয় ছাত্রছাত্রীরা এই আর্টিকেলে আমরা Class 5 এর আত্মকথা রামকিঙ্কর বেইজ প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। তোমাদের পঞ্চম শ্রেনীর পাঠ্যবইতে রামকিঙ্কর বেইজের লেখা আত্মকথা গল্প রয়েছে। গল্পের শেষের হাতে কলমে প্রশ্নগুলির সমাধান আমরা এখানে করে দিলাম। আশা করি সবার ভালো লাগবে।

আত্মকথা

রামকিঙ্কর বেইজ


হাতে কলমে প্রশ্ন উত্তর

১.১ রামকিঙ্করের প্রথম শিল্পের ইস্কুল বাড়ির পাশের — কামারপাড়া/কুমোরপাড়া/পটুয়াপাড়া।
উত্তর: রামকিঙ্করের প্রথম শিল্পের ইস্কুল বাড়ির পাশের — কুমোরপাড়া l

১.২ ‘পোর্ট্রেট’ শব্দটির অর্থ হলো — প্রতিকৃতি/আত্ম-প্রতিকৃতি/প্রকৃতির ছবি।
উত্তর: পোর্ট্রেট’ শব্দটির অর্থ হলো — প্রতিকৃতি l

১.৩ ‘অয়েল পেন্টিং’ বলতে বোঝায় — জলরঙে আঁকা ছবি/মোমরঙে আঁকা ছবি/তেলরঙে আঁকা ছবি।
উত্তর: অয়েল পেন্টিং’ বলতে বোঝায় — তেলরঙে আঁকা ছবি।

১.৪ রামকিঙ্করের ছবি বা মূর্তি অধিকাংশ ক্যারেকটারই যে খুব — অসাধারণ/সাধারণ/নগণ্য। 
উত্তর: রামকিঙ্করের ছবি বা মূর্তি অধিকাংশ ক্যারেকটারই যে খুব — সাধারণ l

বিনা ব্যয়ে, অভ্যুত্থান, দরকার, নিপুণ, সম্মাননীয়।

উত্তর:

বিনা ব্যয়ে – অবৈতনিক
অভ্যুত্থান – প্রথম শুরু
দরকার – প্রয়োজন
নিপুণ – নিখুঁত
সম্মানীয় – মর্যাদাবান

সার্থক, সুন্দর, মূর্তি, চরিত্র, উদ্ধৃতি

উত্তর:

সার্থক – সার্থকতা
সুন্দর – সৌন্দর্য
মূর্তি – মূর্ত
চরিত্র – চারিত্রিক
উদ্ধৃতি – উদ্ধৃত

৪.১ কী কী দিয়ে শিল্পী রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন?
উত্তর: গাছের পাতার রস,  বাটনা-বাটা শিলের হলুদ, মেয়েদের পায়ের আলতা ও মুড়িভাজা খোলার চাঁচা ভুসোকালি প্রভৃতি দিয়ে শিল্পী রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন।

৪.২ কার সৌজন্যে রামকিঙ্করের সঙ্গে শান্তিনিকেতনের যোগাযোগ হয়?
উত্তর: রামানন্দ চট্টোপাধ্যায়ের সৌজন্যে রামকিঙ্করের সাথে শান্তিনিকেতনের যোগাযোগ হয় ।

৪.৩ শান্তিনিকেতনের আচার্য নন্দলাল বসু কাজের ক্ষেত্রে কেমন মনোভাব দেখাতেন ? 
উত্তর: কাজের ক্ষেত্রে নন্দলাল বসু খুবই উদারতা দেখাতেন। বিশেষ কোনো নির্দেশ দিতেন না। প্রয়োজনে অল্পস্বল্প কথা বলতেন। তবে ইমপোজ করতেন না, কাজের পূর্ণ স্বাধীনতা দিতেন।

৪.৪ নন্দলাল বসুর কাজের কোন দিকটা শিল্পী রামকিঙ্করকে বেশি প্রভাবিত করেছিল?
উত্তর: নন্দলাল বসুর কাজের সাদামাটা সুরটা শিল্পী রামকিঙ্করকে বেশি প্রভাবিত করেছিল।

নন্-কোঅপারেশন মুভমেন্ট, অয়েল পেন্টিং, আচার্য নন্দলাল বসু, ল্যান্ডস্কেপ।

উত্তর:

নন-কো-অপারেশন মুভমেন্ট : ১৯২১ খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে গান্ধিজি অসহযোগ অগণিত মানুষ এই আন্দোলনে যোগ দেন। গান্ধিজির নেতৃত্বে হওয়া নন-কো-অপারেশন মুভমেন্ট ব্রিটিশদের ভয় পাইয়ে দিয়েছিল।

অয়েল পেন্টিং : তেল রং দিয়ে আঁকা ছবিকে অয়েল পেন্টিং বলে।

আচার্য নন্দলাল বসু : আচার্য নন্দলাল বসু শান্তিনিকেতনের কলাভবনের অধ্যক্ষ ছিলেন l

ল্যান্ডস্কেপ : ল্যান্ডস্কেপ হল প্রাকৃতিক দৃশ্য অঙ্কন।

৬.১ ‘ভিসুয়াল আর্টে আমার প্রথম বর্ণপরিচয়’— শিল্পী রামকিঙ্করের ছবির সঙ্গে প্রথম বর্ণপরিচয় হয়েছিলো কী ভাবে?
উত্তর: শৈশবেই শিল্পী রামকিঙ্কর তাঁর বাড়ির দেওয়ালে নানা দেবদেবীর ছবি দেখে দেখে আঁকতেন । তখন থেকেই তাঁর ছবি ভালো লাগত। তিনি সেই সব দেখতেন আর কপি করতেন। এটাই তাঁর ছবির সাথে প্রথম পরিচয়।

৬.২ ‘জেনারেল লাইব্রেরির উপরতলায় কলাভবনে নিয়ে গেলেন— কে কাকে নিয়ে গিয়েছিলেন? তারপর কী ঘটেছিলো?
উত্তর:  রামানন্দ চট্টোপাধ্যায় শিল্পী রামকিঙ্করকে নিয়ে গিয়েছিলেন। সেখানে শান্তিনিকেতনে জেনারেল লাইব্রেরির উপরতলায় কলাভবনে রামানন্দ চট্টোপাধ্যায় রামকিঙ্করের সঙ্গে আচার্য নন্দলাল বসুর পরিচয় করিয়ে দেন।

৬.৩ ‘যতদূর মনে হচ্ছে— গার্ল অ্যান্ড দ্য ডগ’- কার উক্তি? ‘গার্ল অ্যান্ড দ্য ডগ’ কীসের নাম? তিনি কী ভাবে এ ধরনের কাজ শিখলেন?

উত্তর: উক্তিটি শিল্পী রামকিঙ্কর বেইজের l ‘গার্ল অ্যান্ড দ্য ডগ’ একটি তৈলচিত্রের নাম ।

একদিন তিনি দোকানে গিয়ে বললেন- অয়েল পেন্টিং করব, কী রং আছে আর কীভাবে করতে হয় দেখান। দোকানদার তখন তাঁকে বললেন—এই তুলি, এই টিউবে রং আর এই পাত্রে তেল আছে ডুবিয়ে নিয়ে রং করুন। এইভাবে তিনি একজন দোকানির কথা শুনে এই ধরনের আঁকা শিখেছিলেন।

৭. ‘সাহিত্য মেলা’ বইয়ের কোনো একটি কবিতা বা গল্প বা কোনো একটি বিষয়কে কেন্দ্র করে তুমি একটি ছবি এঁকে দেখাও। নিজের আঁকা ছবি নিয়ে পাঁচ/ছয়টি বাক্য লিখে নিজের মতামত জানাও।
উত্তর: নিজে কর l

আরো পড়ুন

গল্পবুড়ো কবিতার প্রশ্ন উত্তর | সুনির্মল বসু | Golpo Buro Kobita Question Answer | Class 5 | Wbbse

বুনো হাঁস প্রশ্ন উত্তর | লীলা মজুমদার | Buno Has Class 5 Question Answer | Wbbse

দারোগাবাবু এবং হাবু কবিতার প্রশ্ন উত্তর | Daroga Babu Ebong Habu Question Answer | Class 5 | Wbbse

এতোয়া মুন্ডার কাহিনী প্রশ্ন উত্তর | Etoya Mundar Kahini Question Answer | Class 5 | Wbbse

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment