অস্ট্রালােপিথেকাস ও হােমাে হাবিলিস মানুষের বৈশিষ্ট্য উল্লেখ করাে।

অস্ট্রালােপিথেকাস ও হােমাে হাবিলিস মানুষের বৈশিষ্ট্য উল্লেখ করাে। Marks 5

উত্তর:

সূচনা: মস্তিষ্কের আকার অনুযায়ী আদিম মানুষের নানারকম ভাগ। এরকমই দুটি ভাগ, অস্ট্রালােপিথেকাস অর্থাৎ এপ থেকে মানুষ এবং হােমাে হাবিলিস অর্থাৎ দক্ষ মানুষ।

অস্ট্রালােপিথেকাস ও হেমােহাবিলিস মানুষের বৈশিষ্ট্য –

[1] অস্ট্রালােপিথেকাস: এপ থেকে মানুষ হওয়া আদিম মানব

উপজাতির নাম অস্ট্রালােপিথেকাস। এর কয়েকটি বৈশিষ্ট্য হল— 

(i) আনুমানিক ৪০ লক্ষ থেকে ৩০ লক্ষ বছর আগে এদের অস্তিত্ব ছিল। 

(ii) এরা দু-পায়ে ভর দিয়ে কোনাে রকমে দাঁড়াতে পারত। 

(iii) শক্ত ও সুগঠিত চোয়ালের সাহায্যে এরা শক্ত বাদাম, শুকনাে ফল চিবিয়ে খেত। 

(iv) আত্মরক্ষার জন্য এরা গাছের ডাল দিয়ে ধাক্কা মারত, পাথর ছুঁড়তে চেষ্টা করত। 

[2] হােমেোহাবিলিস: এরা দক্ষ মানুষ নামে পরিচিত ছিল। এদের কয়েকটি বৈশিষ্ট্য হল—

(i) আনুমানিক ২৬ লক্ষ থেকে ১৭ লক্ষ বছর আগে এদের অস্তিত্ব ছিল। 

(ii) এরা দল বেঁধে থাকত ও হাঁটতে পারত। 

(iii) খাবার হিসেবে ফলমূল ও কাচা মাংস খেত। 

(iv) এরা প্রথম পাথরকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। এরা একটি পাথর দিয়ে অন্য পাথরকে আঘাত করে পাথরের অস্ত্র বানাতে শেখে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment