মামা, আমার ছুটি হয়েছে কি ?—প্রসঙ্গ নির্দেশ করে ‘ছুটি’ শব্দটির ব্যঞ্জনার্থ বুঝিয়ে দাও ।

মামা, আমার ছুটি হয়েছে কি ?—প্রসঙ্গ নির্দেশ করে ‘ছুটি’ শব্দটির ব্যঞ্জনার্থ বুঝিয়ে দাও । 2 + 3 = 5 MARK 5 | Class 11 Bengali | ছুটি উত্তর : পড়াশোনার উন্নতি ও মানসিক উৎকর্ষ সাধনের জন্য পিতৃহারা ফটিককে তার মামা বিশ্বম্ভরবাবু কলকাতায় নিয়ে আসেন। কিন্তু মামীর নিদারুন অত্যাচার ও অনাদরে ফটিকের জীবন দুঃসহ হয়ে ওঠে। … Read more

‘ ফটিক খালাসিদের মতো সুর করিয়া বলিতে লাগিল, এক বাঁও মেলে না, দো বাঁও মেলে-এ-এ না ।—ফটিকের এই উক্তি গল্পে কতটা প্রাসঙ্গিক হয়ে উঠেছে আলোচনা করো।

‘ ফটিক খালাসিদের মতো সুর করিয়া বলিতে লাগিল, এক বাঁও মেলে না, দো বাঁও মেলে-এ-এ না ।—ফটিকের এই উক্তি গল্পে কতটা প্রাসঙ্গিক হয়ে উঠেছে আলোচনা করো। MARK 5 | Class 11 Bengali | ছুটি উত্তর : পল্লিপ্রকৃতির অবাধ ও উন্মুক্ত পরিবেশে বেড়ে ওঠা ফটিকের প্রাণপাখি সম্পূর্ণরূপে বাঁধা পড়েছিল পল্লিজীবনের অনাবিল আনন্দের মধ্যে। গ্রামজীবনের মুক্তির আনন্দ … Read more

‘ অতএব তাঁহাদের নিকট হইতে উপেক্ষা অত্যন্ত দুঃসহ বোধ হয় ।’—কোন্ প্রসঙ্গে কথাটি বলা হয়েছে? মন্তব্যটি ব্যাখ্যা করো।

‘ অতএব তাঁহাদের নিকট হইতে উপেক্ষা অত্যন্ত দুঃসহ বোধ হয় ।’—কোন্ প্রসঙ্গে কথাটি বলা হয়েছে? মন্তব্যটি ব্যাখ্যা করো। MARK 5 | Class 11 Bengali | ছুটি উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘ছুটি’ গল্পে সদ্য শৈশব থেকে কিশোর হয়ে ওঠা ফটিক চক্রবর্তীর মানসিক গঠন ও শারীরিক পরিবর্তন প্রসঙ্গে আলোচ্য মন্তব্যটি করা হয়েছে। → গ্রামজীবন পরিত্যাগ করে … Read more

‘ তেরো-চৌদ্দ বৎসরের ছেলের মতো পৃথিবীতে এমন বালাই আর নাই ।—মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো।

‘ তেরো-চৌদ্দ বৎসরের ছেলের মতো পৃথিবীতে এমন বালাই আর নাই ।—মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো। MARK 5 | Class 11 Bengali | ছুটি উত্তর : আধুনিক বাংলা ছোটোগল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ছুটি’ গল্পের মুখ্য চরিত্র ফটিক সম্পর্কে উদ্ধৃত মন্তব্যটি করা হয়েছে। তেরো-চোদ্দো বছরের সময়কালটা একটা ছেলের কাছে বয়ঃসন্ধিক্ষণের প্রাথমিক পর্যায়। বালকদের সর্দার ফটিকের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ … Read more

‘ উৎসাহে তাহার রাত্রে নিদ্রা হয় না ।—উদ্দিষ্টের উৎসাহের ‘পিছনে লেখক যে ট্র্যাজিক আভাস দিয়েছেন তা বর্ণনা করো ।

‘ উৎসাহে তাহার রাত্রে নিদ্রা হয় না ।—উদ্দিষ্টের উৎসাহের ‘পিছনে লেখক যে ট্র্যাজিক আভাস দিয়েছেন তা বর্ণনা করো । MARK 5 | Class 11 Bengali | ছুটি উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ছুটি’ গল্পের কেন্দ্রীয় চরিত্র ফটিক মামা বিশ্বম্ভরবাবুর সঙ্গে কলকাতায় যাওয়ার পরম উৎসাহে রাত্রে ঠিকমতো ঘুমোতে পারত না ।  পল্লিজীবনের গ্রাম্য পরিবেশে বড়ো হয়ে ওঠা … Read more

“ তিনি ঈষৎ ক্ষুণ্ণ হইলেন । – কে, কার প্রতি ক্ষুণ্ণ হয়েছিলেন ? তাঁর ক্ষুণ্ণ হওয়ার কারণ কী? 

“ তিনি ঈষৎ ক্ষুণ্ণ হইলেন । – কে, কার প্রতি ক্ষুণ্ণ হয়েছিলেন ? তাঁর ক্ষুণ্ণ হওয়ার কারণ কী? MARK 5 | Class 11 Bengali | ছুটি উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘ছুটি’ গল্প থেকে প্রশ্নোদ্ধৃত অংশটি নেওয়া হয়েছে। মায়ের অপত্য স্নেহের টানকে সহজেই উপেক্ষা করে বিশ্বম্ভরবাবুর সাথে কলকাতায় যাওয়ার জন্য ফটিকের অতি আগ্রহ দেখে তার বিধবা … Read more

‘বিধবা এ প্রস্তাবে সহজেই সম্মত হইলেন ।—বিধবার কাছে কে, কী প্রস্তাব করেছিলেন? তিনি তাতে সম্মত হয়েছিলেন কেন?

‘বিধবা এ প্রস্তাবে সহজেই সম্মত হইলেন ।—বিধবার কাছে কে, কী প্রস্তাব করেছিলেন? তিনি তাতে সম্মত হয়েছিলেন কেন? 3+2=5 MARK 5 | Class 11 Bengali | ছুটি উত্তর : ‘বিধবা’-টি হলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ছুটি’ গল্পের কেন্দ্রীয় চরিত্র ফটিক চক্রবর্তীর বিধবা মা। ফটিকের মামা বিশ্বম্ভরবাবু কর্ম উপলক্ষ্যে বহুদিন পশ্চিমে ছিলেন। দীর্ঘকাল পর বাড়ি ফিরে গ্রামে থাকা বোনের … Read more

‘কিন্তু অন্যান্য পার্থিব গৌরবের ন্যায় ইহার আনুষঙ্গিক যে বিপদের সম্ভাবনাও আছে, তাহা তাহার কিম্বা আর-কাহারও মনে উদয় হয় নাই । — রচনার নামোল্লেখ-সহ উদ্ধৃতাংশের প্রসঙ্গ নির্দেশ করো। উক্তিটি ব্যাখ্যা করে বুঝিয়ে দাও ।

‘কিন্তু অন্যান্য পার্থিব গৌরবের ন্যায় ইহার আনুষঙ্গিক যে বিপদের সম্ভাবনাও আছে, তাহা তাহার কিম্বা আর-কাহারও মনে উদয় হয় নাই । — রচনার নামোল্লেখ-সহ উদ্ধৃতাংশের প্রসঙ্গ নির্দেশ করো। উক্তিটি ব্যাখ্যা করে বুঝিয়ে দাও । 2+3=5 MARK 5 | Class 11 Bengali | ছুটি উত্তর : বাংলা ছোটোগল্পের পুরোধা রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গল্পগুচ্ছ’ সংকলনের অন্তর্গত ‘ছুটি’ গল্প থেকে … Read more

পূর্বাপেক্ষা আর-একটা ভালো খেলা মাথায় উদয় হইয়াছে — পূর্বের খেলাটি কী ছিল? এখনকার খেলাটিই-বা কী এবং তার পরিণতি কী হয়েছিল ?

পূর্বাপেক্ষা আর-একটা ভালো খেলা মাথায় উদয় হইয়াছে — পূর্বের খেলাটি কী ছিল? এখনকার খেলাটিই-বা কী এবং তার পরিণতি কী হয়েছিল ? ২+৩=৫ MARK 5 | Class 11 Bengali | ছুটি উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘ছুটি’ গল্প থেকে প্রশ্নোদ্ধৃত অংশটি নেওয়া হয়েছে। কিছু গ্রাম্য, দুরন্ত, অর্বাচীন বালকদের প্রাত্যহিক খেলা হিসেবে উদ্ধৃত পূর্বের খেলাটি ছিল ভারি অদ্ভুত। … Read more

এই অকাল-তত্ত্বজ্ঞানী, মানব সকলপ্রকার ক্রীড়ার অসারতা সম্বন্ধে নীরবে চিন্তা করিতে লাগিল । — বক্তা কোন্ প্রসঙ্গে এই উক্তি করেছেন? উক্তিটির অর্থ লেখো

‘এই অকাল-তত্ত্বজ্ঞানী, মানব সকলপ্রকার ক্রীড়ার অসারতা সম্বন্ধে নীরবে চিন্তা করিতে লাগিল।’—বক্তা কোন্ প্রসঙ্গে এই উক্তি করেছেন? উক্তিটির অর্থ লেখো। ২+৩=৫ MARK 5 | Class 11 Bengali | ছুটি উত্তর : আধুনিক বাংলা ছোটোগল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘ছুটি’ গল্প থেকে উদ্ধৃত এই অংশে ফটিকের ভাই মাখন চক্রবর্তীর কথা বলা হয়েছে। বালকদের সর্দার ফটিকের মাথায় হঠাৎ … Read more