আয়ন বায়ুর গতিপথে মহাদেশসমূহের পশ্চিমভাগে পৃথিবীর অধিকাংশ মরুভূমিগুলির সৃষ্টি হয়েছে কেন? Class 10 | Geography | 3 Marks
উত্তর: আয়ন বায়ুর গতিপথে মহাদেশের পশ্চিমে পৃথিবীর অধিকাংশ মরুভূমি সৃষ্টির কারণ
1) উষ্ণ-শুষ্ক আয়ন বায়ু: আয়ন বায়ু অপেক্ষাকৃত শীতল উপক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে উষ্ণ নিরক্ষীয় নিম্নচাপ বলয় অভিমুখে প্রবাহিত হয় বলে ক্রমশ উষ্ণ হয় এবং বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতাও বেড়ে যায়। এজন্য এই বায়ু সহজে সম্পৃক্ত হতে পারে না বলে আয়ন বায়ুর গতিপথে সাধারণত বৃষ্টি হয় না।
2) বায়ুপ্রবাহের দিক: মহাদেশসমূহের পশ্চিমভাগের ওপর দিয়ে যে আয়ন বায়ু প্রবাহিত হয়, তা বয়ে আসে পূর্ব দিকের স্থলভাগের ওপর দিয়ে। এই বায়ু থেকে মহাদেশসমূহের পূর্ব দিকে কিছুটা বৃষ্টি হলেও পশ্চিম দিকে এসে বায়ু শুষ্ক হয় এবং এজন্য তা থেকে বৃষ্টিপাত হয় না। সে কারণে মহাদেশগুলির পশ্চিমে আয়ন বায়ুর গতিপথে আফ্রিকায় সাহারা ও কালাহারি, দক্ষিণ আমেরিকায় আটাকামা এবং এশিয়ায় আরব মরুভূমির সৃষ্টি হয়েছে
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।