আয়নােস্ফিয়ার কাকে বলে? এরূপ নামকরণের কারণ কী? 1+1 Class 10 | Physical Science | পরিবেশের জন্য ভাবনা
উত্তর:- থার্মোস্ফিয়ারের অন্তর্গত যে অঞ্চলটিতে বিভিন্ন গ্যাসের অণুগুলি আয়নিত অবস্থায় থাকে, সেই অঞ্চলটিকে আয়নােস্ফিয়ার বলে।
সূর্য থেকে বিচ্ছুরিত উচ্চ শক্তিসম্পন্ন গামা রশ্মি, রশ্মি ও মহাজাগতিক বিকিরণের (cosmic radiation) প্রভাবে এই অংশের নাইট্রোজেন ও অক্সিজেন গ্যাসের অণুগুলি ভেঙে গিয়ে অসংখ্য আয়ন বা তরিদ্গ্রস্ত কণার সৃষ্টি করে। এর পাশাপাশি অসংখ্য মুক্ত ইলেকট্রনও উৎপন্ন হয়। এর ফলে এই অংশের বায়ু আয়নিত অবস্থায় থাকে এবং এই কারণে এটিকে আয়নােস্ফিয়ার বলে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।