বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ উল্লেখ করাে। 

বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ উল্লেখ করাে।   Class 10 | Geography | 3 Marks

উত্তর:-

বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ : বদ্বীপ সৃষ্টি হওয়ার জন্য প্রয়ােজনীয় অনুকূল পরিবেশগুলি হল— 

1. অবক্ষেপণের হার বেশি : মােহানায় নদীর অবক্ষেপণের হার অপসারণ হারের তুলনায় বেশি হওয়া প্রয়ােজন। 

2. সুদীর্ঘ নদী ও বেশি উপনদী : নদীর জলের সঙ্গে যাতে বেশি পরিমাণে পলি আসে, সেজন্য নদীকে সুদীর্ঘ হতে হবে। পাশাপাশি নদীর উপনদীর সংখ্যাও বেশি হতে হবে। 

3. নদীর স্রোত কম হওয়া : নদীর মুখে বা মােহানায় যাতে পলি জমতে পারে, সেজন্য নদীর স্রোত কম হওয়া দরকার। 

4. সমুদ্রের ঢাল কম হওয়া : সমুদ্রের যে অংশে নদী এসে মিশবে, সেখানে সমুদ্রের ঢাল কম হতে হবে, না হলে অবক্ষিপ্ত পলি গভীর সমুদ্রে তলিয়ে যাবে।

5. জোয়ারভাটার প্রকোপ কম থাকা : মােহনায় জোয়ারভাটার প্রকোপ কম থাকলে সহজে বদ্বীপ গড়ে ওঠে। 

6. বিপরীতমুখী বায়ুপ্রবাহ : মােহানায় নদীস্রোতের বিপরীত দিকে বায়ু প্রবাহিত হলে বদ্বীপ গঠনের কাজ দ্রুত হয়। 

7. আংশিক বেষ্টিত সমুদ্র : উন্মুক্ত সমুদ্রের তুলনায় আংশিক বেষ্টিত সমুদ্রে বেশি বদ্বীপ গড়ে ওঠে। 

8. সমতল ভূমি : নদী মােহানার সংলগ্ন ভূমি সমতল হওয়া প্রয়ােজন।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment