Class 10 Class 10 Geography বাইস ব্যালট সূত্র বলতে কী বােঝ?

বাইস ব্যালট সূত্র বলতে কী বােঝ?

বাইস ব্যালট সূত্র বলতে কী বােঝ? Class 10 | Geography | 3 Marks

উত্তর: উদ্ভাবন : ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে বাইস ব্যালট (Buys Ballot) নামে একজন ওলন্দাজ বিজ্ঞানী বায়ুচাপের তারতম্য ও বায়ুপ্রবাহের মধ্যে এক সম্পর্ক নির্ধারণ করে একটি সূত্র প্রদান করেন।

সূত্র : এই সূত্রানুযায়ী উত্তর গােলার্ধে বায়ুপ্রবাহের দিকে পিছন করে দাঁড়ালে ডানদিকের তুলনায় বামদিকে বায়ুর চাপ কম অনুভূত হয় এবং দক্ষিণ গােলার্ধে ঠিক এর বিপরীত অবস্থা দেখা যায়। বায়ুপ্রবাহ সংক্রান্ত এই বৈশিষ্ট্য বা নিয়ম-নীতিই বাইস ব্যালট সূত্র (Buys Ballot’s law) নামে পরিচিত।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment