বানডাকা কী

বানডাকা কী?
অথবা, বান বা বানডাকা বলতে কী বােঝ? কী কী অবস্থায় নদীতে বান খুব প্রবল হয়? Class 10 | Geography (বারিমণ্ডল) | 3 Marks

উত্তর:-

ধারণা: জোয়ারের সময় স্ফীত সমুদ্রের জল মােহানা দিয়ে বড়াে বড়াে ঢেউ ও জলােচ্ছ্বাসের আকারে নদীখাতে প্রবেশ করে। ঢেউ ও জলােচ্ছ্বাস-সহ নদীর এই বিপরীতমুখী প্রবাহকে বলে বান। বর্ষাকালে নদীতে যখন বেশি জল থাকে, তখন ভরা কোটালের বা ভরা জোয়ারের জল খুব বেশি উঁচু হয়ে প্রবলবেগে সশব্দে নদীতে প্রবেশ করে, একে বলে বানডাকা।

বানভাকার অনুকূল অবস্থা: কতকগুলি বিশেষ অবস্থায় নদীতে বান খুব প্রবল হয়, যেমন— 1)তেজ কোটালের সময়, 2) নদীর মােহানায় চড়া থাকলে, 3) জোয়ারের জল প্রবেশ করার সময় নদীর স্রোতে বা অন্যভাবে বাধা পেলে, 4) নদীর মুখ ফানেল আকৃতির হলে এবং 5) নদী জলপূর্ণ থাকলে নদীতে বান ডাকে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

1 thought on “বানডাকা কী”

Leave a Comment