ভাষাবিজ্ঞানীরা বাংলা শব্দার্থ পরিবর্তনের ধারা গুলিকে কটি ভাগে ভাগ করেছেন

উত্তরঃ-

ভাষাকে বিশ্লেষণ করলে দুটি দিক পাওয়া যায়। একটি তার বাইরের প্রকাশরূপ আর একটি তার ভিতরের ভাব বা অর্থ। এই ভাব বা অর্থ হল ভাষার প্রাণ। এই ভাব বা অর্থকে বাদ দিলে ভাষার কোনো উপযোগিতা থাকে না। ভাষার অর্থ তিন প্রকার লক্ষণার্থ, বাচ্যার্থ ও ব্যঙ্গার্থ। বাচ্যার্থ, ব্যঙ্গার্থ ও লক্ষণার কারণে শব্দার্থের পরিবর্তন ঘটে। ভাষায় দীর্ঘদিন ব্যবহারের ফলে শব্দে জীর্ণতা দেখা যায়। আবার বিভিন্ন বাইরের কারণে ভাষার শরীরে পরিবর্তন ঘটে, ফলে সেই পরিবর্তন শব্দের শরীরেও প্রভাব ফেলে। দীর্ঘদিন ধরে চলে আশা অর্থ ক্রমে পরিবর্তিত হয়। বদলে যায় তার প্রয়োগ, বদলে যায় ব্যবহার। শব্দার্থ পরিবর্তন বিভিন্ন উপায়ে ঘটে থাকে। শব্দার্থ পরিবর্তনের এই উপায়গুলিকে তিনটি ধারায় বিভক্ত করা হয়। এই ধারা গুলি হল-

১) অর্থের বিস্তার বা প্রসার।
২) অর্থের সংকোচ।
৩) অর্থ সংশ্লেষ বা অর্থ সংক্রম বা অর্থের রূপান্তর। 

এছাড়াও আরও দুটি ধারার কথা অনেকে বলে থাকেন। সেই ধারা দুটি হল-

ক) অর্থের উন্নতি বা অর্থের উৎকর্ষ।
খ) অর্থের অবনতি বা অর্থের অপকর্ষ ।

১) অর্থ বিস্তার বা প্রসার: আমরা অর্থ বিস্তার প্রসার নামটির মধ্যে দিয়েই বুঝতে পারছি যে, কোনো শব্দ তার সংকীর্ণ বা ক্ষুদ্র অর্থ পরিত্যাগ করে ব্যাপক বা বৃহৎ অর্থে গৃহীত হবে।

তাহলে অর্থ বিস্তার প্রসারের সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি যে অনেক সময় দেখা যায় কোন শব্দ তার বুৎপত্তিগত অর্থ বা সীমাবদ্ধ অর্থ পরিত্যাগ করে ব্যাপকতর কোনো অর্থ প্রকাশ করে। শব্দের অর্থ পরিবর্তনের এরূপ ধারাকে শব্দের অর্থ বিস্তার বা প্রসার বলে।

উদাহরণঃ ‘তেল’ কথাটির আদি অর্থ ছিল ‘তিলের নির্যাস’। কিন্তু বর্তমানে তার অর্থ হয়েছে ‘যে কোনো দানা শস্যের নির্যাস। একটি বিশেষ দানা শস্যের নির্যাস থেকে সব ধরনের দানা শস্যের নির্যাস অর্থে গ্রহন করার ফলে অর্থের বিস্তার বা প্রসার ঘটেছে।

২) অর্থ সংকোচঃ এটি হল অর্থ বিস্তারের বিপরীত প্রক্রিয়া। নামটির মধ্যে দিয়েই আমরা বুঝতে পারছি যে কোনো শব্দের অর্থ পূর্বে বিস্তারিত ছিল বা ব্যাপক অর্থে গৃহীত হত কিন্ত বর্তমানে সংকীর্ণ অর্থে গৃহীত হয়।

তাহলে আমরা অর্থ সংকোচের সংজ্ঞা হিসেবে বলতে পারি যে শব্দ যদি তার ব্যাপক অর্থ হারিয়ে অপেক্ষাকৃত সংকীর্ণতর অর্থে ব্যবহৃত হয় তবে সেই প্রক্রিয়াকে অর্থের সংকোচ বলে।

উদাহরণ: ‘অন্ন’ কথাটির আদি অর্থ ছিল ‘যেকোনো ধরনের খাদ্য কিন্তু বর্তমানে এর অর্থ হয়েছে ‘চাল থেকে প্রস্তুত বিশেষ এক ধরনের খাদ্য’ বা ‘ভাত ’| সব ধরনের খাবার থেকে কেবল মাত্র একটি বিশেষ খাবার অর্থ গ্রহণ করার ফলে এর অর্থের সংকোচ ঘটেছে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment