বাংলায় ছাপাখানা বিকাশের প্রাথমিক পর্যায় বিশ্লেষণ করাে। 4 Marks/Class 10
উত্তর:–
ভূমিকা : সপ্তদশ ও অষ্টাদশ শতকে বহির্ভারতে বিক্ষিপ্তভাবে মুদ্রণের ক্ষেত্রে বাংলা মুদ্রাক্ষর ব্যবহৃত হলেও ১৭৭৮ এস্টাব্দে আনুষ্ঠানিক ভাবে বাংলায় ছাপাখানার উদ্ভব হয়।
প্রাথমিক পর্যায় : ছাপাখানার বিকাশের প্রাথমিক পর্যায় ছিল ১৭৭৮-১৭৯৯ খ্রিস্টাব্দ এবং এই সময়পর্বে ছাপাখানার বিভিন্ন দিকগুলি হল—
১) হ্যালহেড-এর ব্যাকরণ : ১৭৭৮ খ্রিস্টাব্দে ইংরেজ কোম্পানির কর্মচারী বা ইংরেজদের বাংলা শিক্ষার জন্য ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড কর্তৃক রচিত ও প্রকাশিত ইংরেজি ভাষায় ‘A Grammar of the Bengal Language’ নামক গ্রন্থের মােট পৃষ্ঠার চারভাগের একভাগ অংশে উদাহরণরূপে বাংলা হরফ ব্যবহারের মধ্যে দিয়ে প্রথম বাংলা মুদ্রণ বা ছাপার কাজ শুরু হয়। এ প্রসঙ্গে উল্লেখযােগ্য যে এই গ্রন্থটি ছাপানাে হয়েছিল হুগলির জন অ্যান্ড্রজের ছাপাখানায়।
২) কোম্পানির প্রেস : হুগলির জন অ্যান্ড্রজের ছাপাখানা ছিল বাংলার প্রথম ছাপাখানা। তবে এই ছাপাখানার সব যন্ত্রপাতি ক্রয় করে সরকারি উদ্যোগে উইলকিনত্রে পরিচালনায় কলকাতায় কোম্পানির প্রেস প্রতিষ্ঠিত হয় (১৭৮০ খ্রি.)।
৩) হিকির প্রেস : কোম্পানির প্রেস প্রতিষ্ঠিত হলে এই প্রেস থেকে হিকি’জ গেজেট নামক সাপ্তাহিক সংবাদপত্রের প্রথম দশটি সংখ্যা প্রকাশিত হয়। পরে অবশ্য হিকি নিজস্ব ছাপাখানা প্রতিষ্ঠা করেন।
৪) অন্যান্য প্রেস : কোম্পানির প্রেস ব্যতীত কলকাতায় ৩৭ নং লারকিন্স লেনে অবস্থিত ছিল একটি ছাপাখানা। এ ছাড়া ‘ক্যালকাটা গেজেট প্রেস’ নামক আধা-সরকারি ছাপাখানা (১৭৮৪ খ্রি.), ক্যালকাটা ‘ক্রনিকল প্রেস’ ও ‘ফেরিস অ্যান্ড কোম্পানির প্রেস’ ছিল উল্লেখযােগ্য।
উপসংহার : বাংলার প্রাথমিক পর্যায়ের এই ছাপাখানাগুলির ছাপানাের বিষয়গুলি ছিল মূলত আইন ও আইনগ্রন্থের অনুবাদ, ব্যাকরণ-অভিধান ও শব্দকোশ এবং সংবাদপত্র ও সংবাদপত্রে বিজ্ঞাপন।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।