বাড়ির বা গৃহস্থালির বর্জ্যের ধারণা দাও। Class 10 | Geography (বর্জ্য ব্যাবস্থাপনা) | 3 Marks
উত্তর:-
বাড়ির বা গৃহস্থালির বর্জ্যের ধারণা: বাড়িতে দৈনন্দিন জীবনযাত্রায় যে-কোনাে কঠিন, তরল কিংবা গ্যাসীয় পদার্থ, যেগুলি আমাদের কোনাে কাজে লাগে না, অর্থাৎ ফেলে দেওয়া প্রয়ােজন, সেগুলিকেই বাড়ির বা গৃহস্থালির বর্জ্য পদার্থ বলে।
শ্রেণিবিভাগ: বাড়ির এই সকল বর্জ্যকে তিনভাগে ভাগ করা যায়।
1) কঠিন বর্জ: বাড়িতে অনেক ধরনের কঠিন বর্জ্য উৎপাদিত হয়। এগুলির মধ্যে কিছুটা জৈব ভঙ্গুর এবং কিছুটা জৈব অভঙ্গুর।
[i] জৈব ভঙ্গুর বর্জ্য : রান্নাঘরে সবজির খােসা, খাবারের অবশিষ্ট অংশ, বাসি ফুল, ছেড়া কাপড়, পুরােনাে ক্যালেন্ডার, খবরের কাগজ, ব্যবহৃত চা পাতা ইত্যাদি জীব বিশ্লেষ্য বা জৈব ভঙ্গুর বর্জ্য।
[ii] জৈব অভঙ্গুর বর্জ্য : সাবানের গুঁড়াে, বাতিল টেলিভিশন, নষ্ট মােবাইল, ক্যামেরা, ভাঙা কাপ-প্লেট, কাচের দ্রব্য, প্লাস্টিকের ব্যাগ ইত্যাদি হল জীব অবিশ্লেষ্য বা জৈব অভঙ্গুর বর্জ্য।
2) তরল বর্জ্য: স্নানঘরে ব্যবহৃত জল, রান্নাঘরে থালাবাসন ধােয়া জল, জামাকাপড় কাচা জল এবং অন্যান্য তরল দ্রব্য হল বাড়ির তরল বর্জ্য।
3) গ্যাসীয় বর্জ্য: রান্নাঘরের ধোঁয়া, উনুনের ধোঁয়া, ধূপের ধোঁয়া, সুগন্ধি স্প্রে প্রভৃতি থেকে গ্যাসীয় বর্জ্য সৃষ্টি হয়।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।