দশম শ্রেনী (মাধ্যমিক) Class 10 Geography বারখান ও সিফ বালিয়াড়ি এর মধ্যে পার্থক্য লেখাে ?

বারখান ও সিফ বালিয়াড়ি এর মধ্যে পার্থক্য লেখাে ?

পার্থক্য লেখাে: বারখান ও সিফ বালিয়াড়ি Class 10 | Geography | 3 Marks

উত্তর:-

বারখান ও সিফ বালিয়াড়ির পার্থক্য: বারখান ও সিফ বালিয়াড়ির মধ্যে প্রধান পার্থক্যগুলি হল —

বিষয় বারখানসিফ বালিয়াড়ি
অর্থবারখান একটি তুর্কি শব্দ  যার অর্থ বালির পাহাড়।সিফ একটি আরবি শব্দ, যার অর্থ তরবারি। 
বায়ুর সাথে  অবস্থান এটি বায়ুর গতিপথের সাথে আড়াআড়িভাবে গড়ে ওঠে।এটি বায়ুর গতিপথের সাথে সমান্তরালভাবে গড়ে ওঠে।
আকৃতি এটি দেখতে অর্ধবৃত্তাকার।এটি দেখতে তরবারির মতাে।
শিরার উপস্থিতি বারখানের দুই প্রান্তে দুটি শিঙের মতাে শিরা অবস্থান করে।সিফের প্রান্তভাগে কোনাে শিরানা থাকলেও শীর্ষদেশ তীক্ষ্ণ হয়।
উচ্চতা এর উচ্চতা কম, সর্বাধিক 30 মিটার পর্যন্ত হয়।এর উচ্চতা বেশি, সর্বাধিক কয়েকশাে মিটার পর্যন্ত হতে পারে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!