পার্থক্য লেখাে: বারখান ও সিফ বালিয়াড়ি Class 10 | Geography | 3 Marks
উত্তর:-
বারখান ও সিফ বালিয়াড়ির পার্থক্য: বারখান ও সিফ বালিয়াড়ির মধ্যে প্রধান পার্থক্যগুলি হল —
| বিষয় | বারখান | সিফ বালিয়াড়ি | 
| অর্থ | বারখান একটি তুর্কি শব্দ যার অর্থ বালির পাহাড়। | সিফ একটি আরবি শব্দ, যার অর্থ তরবারি। | 
| বায়ুর সাথে অবস্থান | এটি বায়ুর গতিপথের সাথে আড়াআড়িভাবে গড়ে ওঠে। | এটি বায়ুর গতিপথের সাথে সমান্তরালভাবে গড়ে ওঠে। | 
| আকৃতি | এটি দেখতে অর্ধবৃত্তাকার। | এটি দেখতে তরবারির মতাে। | 
| শিরার উপস্থিতি | বারখানের দুই প্রান্তে দুটি শিঙের মতাে শিরা অবস্থান করে। | সিফের প্রান্তভাগে কোনাে শিরানা থাকলেও শীর্ষদেশ তীক্ষ্ণ হয়। | 
| উচ্চতা | এর উচ্চতা কম, সর্বাধিক 30 মিটার পর্যন্ত হয়। | এর উচ্চতা বেশি, সর্বাধিক কয়েকশাে মিটার পর্যন্ত হতে পারে। | 
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
