দশম শ্রেনী (মাধ্যমিক) Class 10 Geography বায়ুচাপ বলয়ের সীমা পরিবর্তনের কারণ কী?

বায়ুচাপ বলয়ের সীমা পরিবর্তনের কারণ কী?

বায়ুচাপ বলয় বলতে কী বােঝ? বায়ুমণ্ডলে কী কী বায়ুচাপ বলয় আছে? Class 10 | Geography | 3 Marks

উত্তর: বায়চাপ বলয়ের সীমা পরিবর্তনের কারণ : উভয় গােলার্ধের। ভুপৃষ্ঠসংলগ্ন বায়ুমণ্ডলে মােট 7 টি স্থায়ী বায়ুচাপ বলয় আছে। এগুলি স্থায়ী বায়ুচাপ বলয় হলেও বছরের বিভিন্ন সময়ে এদের সীমা কিছুটা উত্তরে বা দক্ষিণে সরে যায়। এর কারণ হিসেবে বলা যায়— 

১) সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়ণ: পৃথিবীর পরিক্রমণ গতির জন্য আকাশে সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়ন ঘটে বলে সর্বোচ্চ উন্নতারেখা বা তাপ বিষুবরেখা (heat equator) বা তাপীয় বিষুবরেখা (thermal equator) কিছুটা উত্তরে ও দক্ষিণে সরে যায়। যেমন—উত্তরায়ণের সময় বা উত্তর গােলার্ধের গ্রীষ্মকালে, অর্থাৎ মে-জুলাই মাসে এই রেখাটি নিরক্ষরেখার কিছুটা উত্তরে সরে আসে এবং দক্ষিণায়নের সময় বা দক্ষিণ গােলার্ধের গ্রীষ্মকালে, অর্থাৎ নভেম্বর-জানুয়ারি মাসে রেখাটি নিরক্ষরেখার কিছুটা দক্ষিণেসরে যায়। 

২) স্থান পরিবর্তনের সীমা: সাধারণত 12° উত্তর অক্ষাংশ থেকে 6° দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত তাপ বিষুবরেখাটির স্থান পরিবর্তন হয়। এর ফলে স্থায়ী বায়ুচাপ বলয়গুলিও সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়নের সঙ্গে সামঞ্জস্য রেখে 5° থেকে 10° উত্তরে বা দক্ষিণে সরে যায়। তবে, সাধারণত উচ্চ অক্ষাংশের তুলনায় নিম্ন অক্ষাংশে বায়ুচাপ বলয়গুলির সীমা পরিবর্তন বেশি ঘটে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment