দশম শ্রেনী (মাধ্যমিক) Class 10 Geography বায়ুচাপ পরিমাপের একক সম্পর্কে লেখাে।

বায়ুচাপ পরিমাপের একক সম্পর্কে লেখাে।

বায়ুচাপ পরিমাপের একক সম্পর্কে লেখাে। Class 10 | Geography | 3 Marks

উত্তর: বায়ুচাপ পরিমাপের একক : বর্তমানে পৃথিবীতে ইরি পরিবর্তে মিলিবারে বায়ুর চাপ মাপা হয়। মিলিবার হল বায়ুর চাপ মাপার এমন একটি একক যা প্রতি বর্গসেমিতে 1000 ডাইন বলের সমান। আবার ডাইন যেহেতু বলের একক তাই প্রমাণ করা যায় যে, 1 মিলিবার = প্রতি বর্গসেমিতে। গ্রাম বায়ুর ওজনের সমান। এই মিলিবারের হিসাবে। সমুদ্রপৃষ্ঠে প্রতি বর্গসেমিতে বায়ুর চাপ প্রায় 1013 মিলিবার। বায়ুচাপ মাপার যন্ত্রের নাম ব্যারােমিটার। ব্যারােমিটারের পারদস্তম্ভের উচ্চতা দেখে কোনাে স্থানের বায়ুর চাপ কত তা সহজেই জানা যায়। সমুদ্রপৃষ্ঠের 1013 মিলিবার বায়ুচাপ ব্যারােমিটারের পারদস্তম্ভে 29.92” (ইঞি) বা 30” (76 সেমি) উচ্চতার সমান।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment